করোনা নিয়ে কাজ করা গবেষককে খুন হতে হল আমেরিকায়।
করোনা ভাইরাস (Coronacvirus) সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করার কাছাকাছি পৌঁছে যাওয়া এক চিনা গবেষককে (Chinese Researcher Death) গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) পেনসিলভ্যানিয়ায়। বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে একথা জানা যাচ্ছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সি অধ্যাপক বিং লিউকে শনিবার পিটসবার্গের রস টাউনশিপে তাঁর বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর মাথা, গলা, ঘাড় ও হাত-পায়ে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। রস পুলিশ বিভাগ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা একটি গাড়ির মধ্যে ৪৬ বছরের এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন। তদন্তকারীরা মনে করছেন, ওই ব্যক্তিই লিউকে হত্যা করেছে। এবং তারপর সে গাড়িতে ফিরে এসে আত্মহত্যা করেছে।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে সতর্কতায় কান দেয়নি আমেরিকা, গুরুতর অভিযোগ মার্কিন বিজ্ঞানীর
‘সিএনএন' অনুসারে এক তদন্তকারী আধিকারিক ব্রায়ান কোহলেপ জানাচ্ছেন, পুলিশের বিশ্বাস ওই দু'জন ব্যক্তি একে অপরের পরিচিত। তবে লিউ চিনা বলেই তাঁকে হত্যা করা হয়েছে, এমন কোনও ইঙ্গিত মেলেনি।
পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে লিউয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা জানিয়েছেন, লিউ ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী গবেষক। তিনি করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে যুক্ত কোষীয় প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)