This Article is From Feb 19, 2019

সুপ্রিম কোর্টে মুখ্যসচিব, ডিজি, পুলিশ কমিশনারের হাজিরা সংক্রান্ত শুনানি বুধবার

বুধবার মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ।

সুপ্রিম কোর্টে মুখ্যসচিব, ডিজি, পুলিশ কমিশনারের হাজিরা সংক্রান্ত শুনানি বুধবার
নিউ দিল্লি:

সারদাচিটফান্ড কেলেঙ্কারিতে মুখ্যসচিব, ডিজি এবং পুলিশ কমিশনারের ব্যক্তিগত হাজিরার নির্দেশিকা দিল না সুপ্রিম কোর্ট। সারদা কাণ্ডের তদন্তে তিনজনের বিরুদ্ধে অনমাননার নোটিশ পাঠানো হয়েছিল।

বুধবার মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ।

বিচারপতি এলএন রাও এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায়, “আমরা কোনও নির্দেশ দিচ্ছি না। আমরা এই বিষয়টি কাল দেখব”।

সুপ্রিম কোর্টে সিবিআই-এর অভিযোগকে নস্যাৎ করল রাজ্য সরকার

রাজ্যের মুখ্যসচিব মলয় কুমার দে, ডিজিপি বীরেন্দ্র এবং পুলিশ কমিশনার রাজীব কুমারকে ২০ ফেব্রুয়ারি সশরীরে হাজিরার দেওয়ার নির্দেশিকা জারি করার আবেদন করা হয়, তার প্রেক্ষিতে গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন তিনজন।

সরে গেলেন রাজীব কুমার, কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন অনুজ শর্মা

সারদাচিটফান্ড সংক্রান্ত মামলার নথিপত্র নষ্ট করার অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে। পাশাপাশি, তদন্তে সিবিআইকে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। তারপরেই মুখ্যসচিব মলয় কুমার দে, ডিজি বীরেন্দ্র এবং কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে অবমাননার নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট।

 

.