This Article is From Feb 24, 2019

স্কুল বাস থেকে অপহরণ হওয়া যমজ শিশুর মৃতদেহ উদ্ধার নদী থেকে

স্কুল বাসটির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাকি সব শিশুরাই ভয়ে সিঁটিয়ে রয়েছে। অবাক চোখে তাঁরা তাকিয়ে রয়েছে ওই মুখোশ পরা দুষ্কৃতীদের দিকে। দুষ্কৃতীদের মুখ ছিল গেরুয়া কাপড় দিয়ে ঢাকা। 

স্কুল বাস থেকে অপহরণ হওয়া যমজ শিশুর মৃতদেহ উদ্ধার নদী থেকে

Chitrakoot kidnapping: প্রকাশ্য দিবালোকে এমন অপহরণ ও হত্যার ঘটনায় সারা এলাকা জুড়েই শোক আর আতঙ্ক নেমে এসেছে একসঙ্গেই

হাইলাইটস

  • ১২ ফেব্রুয়ারি দুই শিশু অপহৃত হয় মধ্যপ্রদেশের স্কুল বাস থেকে
  • উত্তরপ্রদেশের সীমান্তের এক তেল ব্যবসায়ীর দুই যমজ সন্তান তাঁরা
  • দুই রাজ্যের পুলিশই তদন্তে নেমেছে
নিউ দিল্লি:

মধ্যপ্রদেশের চিত্রকূটের একটি স্কুল বাস থেকে সপ্তাহখানেক আগেই অপহৃত হয়ে যায় দুই শিশু। আজ ওই দুই শিশুরই দেহ উত্তর প্রদেশের বান্দার একটি নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়। গত ১২ ফেব্রুয়ারি একটি স্কুলবাসে মুখোশধারী কিছু দুষ্কৃতী চড়াও হয়। তাঁদের প্রত্যেকের হাতেই ছিল বন্দুক। চিত্রকূটের একজন ব্যবসায়ীর ছয় বছর বয়সী দুই যমজ সন্তান ছিল ওই বাসে। দুই শিশুকেই তুলে নিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। স্কুল বাসটির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাকি সব শিশুরাই ভয়ে সিঁটিয়ে রয়েছে। অবাক চোখে তাঁরা তাকিয়ে রয়েছে ওই মুখোশ পরা দুষ্কৃতীদের দিকে। দুষ্কৃতীদের মুখ ছিল গেরুয়া কাপড় দিয়ে ঢাকা। 

বিষাক্ত মদ কাড়ল ৬৬ জন চা শ্রমিকের প্রাণ, আসামের হাসপাতালে ভর্তি আরও ২০০

মধ্যপ্রদেশ পুলিশ ঘোষণা করেছে, যে বা যারা ওই অপহরণকারীদের খুঁজে পেতে কোনওভাবে সাহায্য করবেন তাঁদের ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এই ব্যবসায়ী পরিবার মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সীমান্তে বসবাস করায় উত্তরপ্রদেশের পুলিশও মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। সাতনা জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা সন্তোষ সিং গৌর জানান, চার কিলোমিটার রাস্তা পার করে রোজ স্কুলে যেত ওই শিশুরা। অন্য একজন পুলিশ কর্তা জানান, অপহরণকারীদের সঙ্গে ওই বাচ্চাদের বাবার কোনও শত্রুতার জেরেই এই ঘটনা। ওই শিশুদের বাবা একজন তেল ব্যবসায়ী, তাঁদের পরিবারের সঙ্গেও শত্রুতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। 

উত্তর প্রদেশের ভাদোহী জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণের ফলে প্রাণ গেল ১০ জনের

পুলিশের সন্দেহ, অপহরণের পর ‘বাবুলি কল' নামে পরিচিত ওই গ্যাংয়ের দুষ্কৃতীরা দুই যমজ ভাইদের জঙ্গলে নিয়ে চলে যায়। যদিও কোনও মুক্তিপণ দাবি করেনি তাঁরা। ‘বাবুলি কল' গ্যাংয়ের দুষ্কৃতীরা হত্যাকাণ্ড, অপহরণ ও চাঁদাবাজির বিভিন্ন ঘটনাতেই পুলিশের হিটলিস্টে রয়েছে ইতিমধ্যেই। প্রকাশ্য দিবালোকে এমন অপহরণ ও হত্যার ঘটনায় সারা এলাকা জুড়েই শোক আর আতঙ্ক নেমে এসেছে একসঙ্গেই।

.