This Article is From Mar 15, 2019

ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় অল্পের জন্য বাঁচল বাংলাদেশ ক্রিকেট দল

Christchurch Mosque Shooting: যখন শুটিংয়ের ঘটনা ঘটে তখন প্রায় মসজিদের কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দলের বাস।

ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় অল্পের জন্য বাঁচল বাংলাদেশ ক্রিকেট দল

Christchurch Mosque Shooting: মুশফিকরু রহিম টুইটে লেখেন, ‘‘ আল্লা আমাদের বাঁচিয়েছে যখন ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হালমা চলছিল।’’

ক্রিস্টচার্জ, নিউজিল্যান্ড:

শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে বন্দুকবাজদের হামলার শিকার হতে হতে বাঁচলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই মুহূর্তে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ। তার মধ্যেই মসজিদের উদ্দেশে নিয়ম মেনেই রওনা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই। যখন শুটিংয়ের ঘটনা ঘটে তখন প্রায় মসজিদের কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দলের বাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জনান, সেই সময় দলের অনেক প্লেয়ারই বাসে করে ক্রাইস্টচাচের্র মসজিদের দিকে রওয়া দিয়েছিলেন। যখন ঘটনা ঘটে তখন সেখানে ঢোকার মুখে প্লেয়াররা।

Local media said multiple people were killed in the incident.

তিনি বলেন, ‘‘ওরা সকলেই নিরাপদে রয়েছে। কিন্তু মানসিকভাবে বিদ্ধস্ত। আমরা দলকে বলেছি হোটেললের বাইরে যেতে না।''

বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল টুইটে লেখেন, ‘‘শ্যুটারদের হাত থেকে আমাদের পুরো দদল অল্পের জন্য বেঁচেছে!!! লড়াইয়ের অভিজ্ঞতা হল আমাদের জন্য প্রার্থনা করুন।''

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনেক মানুষের মৃত্যু হয়েছে।

মুশফিকরু রহিম টুইটে লেখেন, ‘‘ আল্লা আমাদের বাঁচিয়েছে যখন ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হালমা চলছিল।'' টুইট করে দলের সুস্থ থাকার খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। দলের হাই পারফর্মেন্স অ্যানাআলিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর লেখেন, অল্পের জন্য বন্দুকবাজদের হাত থকে বাঁচলাম। চারিদিকে আতঙ্কের পরিবেশ।''

নিউজিল্যান্ডের মসজিদে গুলি, অনেকের মৃত্যুর আশঙ্কা,প্রধানমন্ত্রী বললেন কালো দিন

বাংলাদেশ দলের সঙ্গে সফর করছেন সাংবাদিক মাজহার উদ্দিন বলেন, যখন তাঁরা ক্রাইস্টচার্চ মসজিদে পৌঁছয় তখন তাঁদের বলা হয় ভিতরে শুটিং চলছে। বাংলাদেশের প্লেয়াররা সেই সময় আতঙ্কে বাসের মেঝেতেই শুয়ে পরেন। বন্দুকবাজদের হামলা চলাকালীনই পৌঁছয় বাংলাদেশ ক্রিকেট দল মসজিদে ঢোকার আগেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখান থেকেএ সকলেই সুস্থ শরীরে হোটে ফিরে আসতে পেরেছে

.