Read in English
This Article is From Mar 18, 2019

তেলেঙ্গানা থেকে আসা ট্রাকে বিস্ফোরক ঢুকছে কলকাতায়, সিআইডির জালে চালক

শনিবার বেলিয়াটোর থানার কাছাকাছি তেলঙ্গানা থেকে আসা ওই ট্রাকটিকে সিআইডি ও পুলিশ আটক করে।

Advertisement
সিটিস

রোববার সিআইডি একটি বিস্ফোরক বোঝাই মালবাহী ট্রাক আটক করেছে এবং ওই ট্রাকের মালিককেও বাঁকুড়া জেলা থেকে গ্রেপ্তার করেছে

কলকাতা :

শহরে ভোটের বাজনা বেজে গিয়েছে সপ্তাহ খানেক হল। নিয়মমাফিক নিরাপত্তা বেড়েছে রাজ্যের সর্বত্র। আর তার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা, বিস্ফোরক দ্রব্য এবং নগদ টাকা উদ্ধারের পরিমাণও বেড়েছে। রোববার পশ্চিমবঙ্গের ফৌজদারি তদন্ত বিভাগ (সিআইডি) একটি বিস্ফোরক বোঝাই মালবাহী ট্রাক আটক করেছে এবং ওই ট্রাকের মালিককেও বাঁকুড়া জেলা থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 'আইপিএস অফিসার' পরিচয় দিয়ে মহিলার সঙ্গে ১ লক্ষ টাকার প্রতারণা, ধৃত অভিযুক্ত

পুলিশ জানিয়েছে, শনিবার বেলিয়াটোর থানার কাছাকাছি তেলঙ্গানা থেকে আসা ওই ট্রাকটিকে সিআইডি ও পুলিশ আটক করে। সিআইডির এক কর্মকর্তা জানান, “ওই ট্রাকে ইলেক্ট্রনিক ডিটোনেটরের ৬৫ টি বাক্স, জিলেটিনের ২৫০ টি প্যাকেট এবং ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের মোট ২২৯ টি ব্যাগ ওই ট্রাকের মধ্যে থেকে আটক করা হয়েছে।" 

Advertisement

জোর করে বিয়ে দেবে বাবা-মা, প্রতিবাদে গায়ে আগুন দিয়ে দিল ১৬ বছরের নাবালিকা

তিনি আরও বলেন, ট্রাকটির মালিক ও চালক, বছর ৩৪-এর নিশান্ত কুমারের কাছে পুলিশ বৈধ নথিপত্র দেখতে চায়। কিন্তু নিশান্ত তা দেখাতে না পারায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঝাড়খন্ডের গিরিডি জেলার বাসিন্দা নিশান্ত কুমারকে শনিবার আদালতে হাজির করা হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement