ছ'বছরের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ছিলেন ভারতী ঘোষ
কলকাতা: প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ও তাঁর স্বামী এমএভি রাজুর বিরুদ্ধে জোর করে টাকা আদায় সহ যে অভিযোগগুলি উঠেছিল, তা নিয়ে সিআইডিকে এক মাসের মধ্যে রিপোর্ট তৈরির করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী এবং আরকে কাপুরের ডিভিশন বেঞ্চ গত ছাব্বিশ দিন ধরে জেল হেফাজতে থাকা এমএভি রাজুর জামিন সংক্রান্ত বিষয়টির জন্য আগামী পয়লা অক্টোবরের মধ্যে সিআইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল।
গত আটই অগস্ট এমএভি রাজুর আগাম জামিনের আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর তাঁকে গ্রেফতার করে সিআইডি। তাঁর জামিন নিয়ে কথা বলতে গিয়ে তাঁর কৌঁসুলী জানান তিনি একটি সম্মানজনক প্রতিষ্ঠানের সম্মাননীয় পদে আসীন এবং নিয়মিত করদাতা।
তাঁর জামিনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায় বলেন, মাদুরদহতে রাজুর ফ্ল্যাট থেকে যে দু’কোটি টাকা পাওয়া গিয়েছিল, তার উৎস এখনও জানা যায়নি। রাজুকে তাই তদন্তের স্বার্থেই ছেড়ে দেওয়া উচিত নয় বলে দাবি করেন তিনি।
এই মামলার শুনানি হবে আবার চার সপ্তাহ পর।
আদালত মুলতুবি হওয়ার আগে, বিচারপতি সিআইডিকে নির্দেশ দেন ছ'বছরের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ পদে থাকা একসময়ে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ভারতী ঘোষ ও এমএভি রাজুর বিরুদ্ধে মামলার তদন্ত রিপোর্ট আগামী এই সময়ের মধ্যেই আদালতের কাছে পেশ করতে হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)