தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 25, 2019

“সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জনগণের”, বিক্ষোভ নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদি

Advertisement
অল ইন্ডিয়া Edited by

বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লখনউ:

নয়া নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছে, তারমধ্যেই বুধবার বড়দিনের দিন এই নিয়ে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সরকারি সম্পত্তি ভাঙায় অভিযুক্তদের অন্তদর্শনের পরামর্শ দিলেন তিনি, এই কাজটি “ভাল না খারাপ” তা আত্মদর্শনের মাধ্যমে উপলব্ধি করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। লখনউতে আটল বিহারী বাজপেয়ি মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, “আমি উত্তরপ্রদেশে হিংসার ঘটনায় যুক্ত মানুষদের জিজ্ঞাসা করতে চাই, তাঁদের বলব, বাড়িতে বসে ভাবুন কাজটি ঠিক হচ্ছে, নাকি ভুল। তাঁদের বাচ্চাদের জন্য বরাদ্দ করা বাস এবং সরকারি সম্পত্তি নষ্ট করে দিচ্ছেন”।

বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রী মনে রাখত বলেন, যে, প্রত্যেক ভারতবাসীই নিরাপদ পরিবেশে থাকতে চান। তাঁর কথায়, “নিরাপদ পরিবেশ পাওয়া আমাদের অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি মেনে চলা আমাদের কর্তব্য, যা আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজন”, “ভাল কাজ” করার জন্য উত্তরপ্রদেশ পুলিশের প্রশংসাও করেন তিনি।

নাগরিকত্ব সংশোধন আইন পাস হওয়ার পর থেকে হিংসাত্মক, রক্তাক্ত আন্দোলন বিক্ষোভ হয়েছে উত্তরপ্রদেশে। নয়া আইনে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের অমুসলিম নাগরিকদের ভারতের নাগরিকত্ব দেওয়ার পথ সহজ করা হয়েছে। আইনটি পাস হওয়ার পর থেকে হিংসার ঘটনায় উত্তরপ্রদেশে ১৫ জনের মৃ্ত্যু হয়েছে। বিক্ষোভ হঠাতে লেঠেল বাহিনী প্রয়োগ করার অভিযোগ তোলা হয়েছে রাজ্য পুলিশের বিরুদ্ধে, এখন বিক্ষোভে গুলি চালানোর কথা স্বীকার করছে পুলিশ।

Advertisement

তাঁর এদিনের ভাষণে, উল্লেখ করেন, এখন তাঁর সরকার তাঁর আমলে, একাধিক সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান করেছে। চলতি বছরে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, “শান্তিপূর্ণভাবেই রামজন্মভূমি সমস্যার সমাধান হয়েছে। পুরানো ইস্যু ছিল ৩৭০ ধারা, সেটির সমাধান করা আমাদের দায়িত্ব”।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের সবসময়েই, নিজেদের অধিকার ও বাধ্যবাধকতা মনে রাখতে হবে। যেমন ভাল এবং গ্রহণযোগ্য শিক্ষা আমাদের অধিকার, সেইরকমই আমাদের শিক্ষকদের সম্মান করা এবং আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি রক্ষা করাও আমাদের বাধ্যবাধকতা”। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলিতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ নিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের পড়েই দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement