हिंदी में पढ़ें
This Article is From Dec 19, 2019

লখনউতে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের

বেশ কিছু এলাকায় উত্তেজনা ছিল, বিশেষ করে মুসলিম অধ্যুষিত পুরানো শহরে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বেগ পেতে হচ্ছে পুলিশকে

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from Agencies)
লখনউ:

লখনউতে (Lucknow) একটি পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship (Amendment) Act) প্রতিবাদে বিক্ষোভকারীরা, পাশাপাশি পাথর ছোঁড়ার ও অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ, এবং কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। রাজ্য পুলিশের প্রধান ওপি সিং বলেন, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসে শেল ফাটাতে বাধ্য হয় বাহিনী। প্রায় ২০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান উত্তরপ্রদেশে পুলিশ প্রধান। বেশ কিছু এলাকায় উত্তেজনা ছিল, বিশেষ করে মুসলিম অধ্যুষিত পুরানো শহরে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বেগ পেতে হচ্ছে পুলিশকে।

বিক্ষোভের ফলে উত্তপ্ত এলাকাগুলিতে প্রচার চালাচ্ছে পুলিশ।

কংগ্রেস সূত্র পিটিআইকে জানিয়েছে, জেলা শাসকের কার্যলয় সংলগ্ন পরিবর্তন চকে, আইনটিকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করে যখন বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই সময় আটক করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুকে।

Advertisement

(With inputs from agencies)

Advertisement