নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা
নয়াদিল্লি: নাগরিকত্ব আইনের (Citizenship Act) প্রতিবাদে উত্তপ্ত দিল্লির সিলামপুর (Delhi's Seelampur) এলাকা, পুলিশকে লক্ষ্য করে পাঁথর ছোঁড়ার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। রবিবার সন্ধ্যায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর আক্রমণের প্রতিবাদে এদিন শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। অন্তত দুজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে, রাস্তায় পড়ে রয়েছে পাথর, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় গুলি চালানোয় এলাকা ভরে গিয়েছে ধোঁয়ায়। পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, দুপুর ১২টা নাগাদ বিক্ষোভ শুরু হয়, একটি গুরুত্বপূর্ণ ক্রসিং-এ জমা হন বিক্ষোভকারীরা।
সিলামপুরে প্রতিবাদে পথে নামেন প্রায় ২০০০ বিক্ষোভকারী
নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জী (NRC) এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
দিল্লি মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, তিনটি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ করে দেওয়া হয়েছে