Read in English
This Article is From Feb 14, 2020

‘‘হিংসা নয়, ধৈর্যই জয়ের চাবিকাঠি'': জামিয়ায় অনুরাগ কাশ্যপ

প্রতিবাদীদের উদ্দেশে অনুরাগ কাশ্যপ বলেন, ‘‘জামিয়া থেকে জেএনইউ, প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রথমবারের জন্য মনে হচ্ছে আমরা এক দেশ।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Highlights

  • জামিয়া মিলিয়া ইসলামিয়ায় বক্তব্য রাখলেন অনুরাগ কাশ্যপ
  • তিনি বলেন, ‘‘আমাদের যুদ্ধটা লড়তে হবে ধৈর্য দিয়ে, হিংসা দিয়ে নয়’’
  • বরাবরই এনডিএ সরকারের বিরোধিতায় সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ
নয়াদিল্লি:

ধৈর্য ও অধ্যবসায়কেই মানুষের প্রধান অস্ত্র বলে বর্ণনা করলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। শুক্রবার সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) বিরোধিতায় নয়াদিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক প্রতিবাদসভায় একথা বলেন তিনি। তিনি বলেন, ‘‘আমাদের যুদ্ধটা লড়তে হবে ধৈর্য দিয়ে, হিংসা দিয়ে নয়। এটাই মন্ত্র। এটা এক-দু'দিনে হবে না। যতদিন না আমাদের প্রশ্নের উত্তর পাছি, আমাদের শক্ত থাকতে হবে।'' বলিউডের বহু তারকা যেখানে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা থেকে দূরে রয়েছেন, সেখানে অনুরাগ কাশ্যপ বিতর্কিত আইন নিয়ে বারবার মুখ খুলেছেন। তিনি এবং ফিল্ম জগতে পরিচালক বিশাল ভরদ্বাজ ও অভিনেত্রী রিচা চাড্ডার মতো তাঁর কয়েকজন সতীর্থ গত মাসে মুম্বইয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেন।

জেএনইউয়ে মুখোশধারীদের হামলার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে এলে তা নিয়ে বিতর্ক ছড়ায়। কিন্তু দীপিকাকে সমর্থন করেন অনুরাগ।

JNU Attack: কোনও গ্রেফতার নয়, চার্জশিট পেশ হবে, জানাল দিল্লি পুলিশ সূত্র

Advertisement

এদিন প্রতিবাদীদের উদ্দেশে অনুরাগ কাশ্যপ বলেন, ‘‘এটা একটা দীর্ঘ লড়াই। কিন্তু আমরা একসঙ্গে রয়েছি। তোমাদের অনেকেই হয়তো ভাবছে কেন আরও বেশি মানুষ তাদের সমর্থনে আসছেন না। কিন্তু অনেকেই না এলেও তাদের নৈঃশব্দ্যের সাহায্যে তোমাদের সমর্থন জানিয়েছে। আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে।''

বিহারে ফের কানহাইয়া কুমারের কনভয় লক্ষ্য করে ছোঁড়া হল পাথর

Advertisement

তিনি আরও দাবি করেন, ‘‘জামিয়া থেকে জেএনইউ, প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রথমবারের জন্য মনে হচ্ছে আমরা এক দেশ। আমরা আমাদের দেশ ও সংবিধান‌কে ফিরিয়ে আনতে হবে।'' এরপর তিনি বলেন, ‘‘ইনকিলাব জিন্দাবাদ।''

বরাবরই এনডিএ সরকারের বিরোধিতায় সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ। 

Advertisement

Advertisement