রামচন্দ্র গুহর দাবি, ‘‘সরকারের উচিত এই আইন ফিরিয়ে নেওয়া।’’
নয়াদিল্লি: বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ (Ramchandra Guha) NDTV-কে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) সম্পর্কে বলতে গিয়ে সেটিকে বর্ণনা করলেন ‘অযৌক্তিক, অনৈতিক ও অসময়ের' আইন হিসেবে। এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া প্রতিবাদ সম্পর্কেও মুখ খোলেন তিনি। জানান, মানুষকে ঐকবদ্ধ হতে দেখাটা উৎসাহজনক।
রইল NDTV-কে দেওয়া রামচন্দ্র গুহর সাক্ষাৎকারের হাইলাইটস:
- সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হয়েছে তা দেখে চমকে গিয়েছে সরকার। চমকে গিয়েছে সমালোচকরাও।
- সিএএ অযৌক্তিক। কেন শ্রীলঙ্কার তামিলদের বাদ দেওয়া হল?
- এনআরসি এসে পড়লে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে।
- এই আইন অযৌক্তিক, অনৈতিক ও অসময়ের। অর্থনৈতিক সঙ্কট, পরিবেশের সঙ্কট রয়েছে। আমাদের সেদিকে নজর দিতে হবে।
- সরকারের উচিত এই আইন ফিরিয়ে নেওয়া। না নেওয়া হলে সরকারের সমস্যা আরও বাড়বে।
- বহু জরুরি সমস্যা রয়েছে। তরুণদের কোন সুযোগ, কর্মসংস্থান দেওয়া হচ্ছে?
- এই সরকার বিজ্ঞান ও বৃত্তির বিরোধী।
- আমাদের প্রতিবাদ করতে হবে, তবে অহিংস ভাবে।
- উত্তর-পূর্বের মানুষদের আরও নিরাপত্তাহীন করে তোলা হয়েছে।
- গণতন্ত্র নির্বাচনের থেকে বেশি কিছু।
- সমস্যার একটা অংশ হল, সাধারণ ভারতীয়রা আদালতের ব্যাপারে অতিরিক্ত বিশ্বাস রাখে।
- ইন্টারনেট নিষিদ্ধ করাটা খারাপ সঙ্কেত দেয়।
- এটা জনগণের প্রতিবাদ, যা খুবই ভাল ব্যাপার।