This Article is From Dec 29, 2019

রাহুল গান্ধিকে চ্যালেঞ্জ করার জন্য অমিত শাহকে আক্রমণ চিদাম্বরমের

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতেরও সমালোচনা করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। চিদাম্বরম বলেন, ‘‘রাজনীতিবিদদের কী করা উচিত সেটা বলা সেনার কাজ নয়।’’

রাহুল গান্ধিকে চ্যালেঞ্জ করার জন্য অমিত শাহকে আক্রমণ চিদাম্বরমের

অমিত শাহ রাহুল গান্ধিকে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) বিতর্কে চ্যালেঞ্জ করেছেন।

হাইলাইটস

  • অমিত শাহকে আক্রমণ করলেন পি চিদাম্বরম
  • অমিত শাহ রাহুল গান্ধিকে সিএএ বিতর্কে চ্যালেঞ্জ করেছেন
  • সেই প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন চিদাম্বরম
নয়াদিল্লি:

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram) শনিবার বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করলেন। অমিত শাহ রাহুল গান্ধিকে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)বিতর্কে চ্যালেঞ্জ করেছেন। এই প্রসঙ্গ তুলে বর্ষীয়ান কংগ্রেস নেতার দাবি, কী করে রাহুলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে তিনি নিজে সংসদে একটিও প্রশ্নের উত্তর দেননি। তিরুবনন্তপুরমে নাগরিকত্ব আইন বিরোধী এক মিছিলে যোগ দিয়ে চিদাম্বরম বলেন, ‘‘অমিত শাহর উচিত রাজ্যসভা ও লোকসভায় হওয়া বিতর্কটি আবার শোনা। তিনি সেখান‌ে একটিও প্রশ্নের উত্তর দেননি। এবং এখন তিনি রাহুল গান্ধিকে বিতর্কের চ্যালেঞ্জ করছেন! এই আইনের সবটাই ভুল।''

এক আর্থিক দুর্নীতির মামলায় জামিনে থাকা চিদাম্বরম এদিন বলেন, ‘‘নাগরিকত্ব সংশোধনী বিল ৮ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়। ৯ ডিসেম্বর তারা এটি লোকসভায় পেশ করে সকাল বারোটায়। ১১ ডিসেম্বর তারা রাজ্যসভায় এটি পেশ করে। বর্তমান সরকার বিলটি তিনদিনে পাস করিয়েছে।''

রাহুল গান্ধি অনুপ্রবেশকারীদের ভালবাসলে তাদের ইতালিতে নিয়ে যান: গিরিরাজ সিংহ

এই আইনের বিরুদ্ধে তৈরি হওয়া বিপুল প্রতিবাদ-বিক্ষোভের প্রশংসা করেন চিদাম্বরম। তিনি বলেন, ‘‘হাজার হাজার পড়ুয়া ও যুব সম্প্রদায় রাস্তায় নেমে এসেছে। রাস্তায় যারা নেমেছে তাদের মধ্যে অধিকাংশই হিন্দু, শিখ, জৈন, পার্সি, দলিত ও উপজাতি।''

তিনি বলেন, ‘‘প্রত্যেকের পৃথক পরিচয় রয়েছে। কিন্তু একটা বড় পরিচয়ও রয়েছে যে, আমরা ভারতীয় এবং ভারতে সকলেই সমান। এই আইন আমাদের সংবিধানের মূল ভিত্তিকেই ধ্বংস করছে।''

নাগরিকত্ব মন্তব্য প্রসঙ্গে সেনা প্রধানকে দুষলেন চিদাম্বরম, বললেন 'এটা আপনার কাজ না'

ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতেরও সমালোচনা করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকত্ব আইনের বিরোধিতার সমালোচনা করছেন বিপিন রাওয়াত। চিদাম্বরম বলেন, ‘‘রাজনীতিবিদদের কী করা উচিত সেটা বলা সেনার কাজ নয়। যেমন আমাদের কাজ নয় সেনাকে এটা বলা যে, কেমন করে যুদ্ধে ‌লড়তে হবে।''

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সমা‌লোচকদের দাবি, এই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এবং আইনটি সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।

2155745

.