মেঙ্গালুরু: দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ, তারমধ্যেই বৃহস্পতিবার বিক্ষোভ হঠাতে কর্নাটকের মেঙ্গালুরুতে (Mangaluru) শূন্যে গুলি ছুঁড়তে দেখা গেল পুলিশকে। পুরো রাজ্যেই বুধবার সন্ধ্যা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বড় জমায়েতের ওপর, বিতর্কিত আইনটির বিরুদ্ধে পড়ুয়া ও অন্যান্যদের প্রতিবাদ করার অনুমতি দেয়নি বিজেপি সরকার। NDTV এর একটি ভিডিও তে দেখা গিয়েছে, চারজন পুলিশ শূন্যে গুলি চালাচ্ছেন এবং খানিকটা দুর থেকে তা দেখছে সাধারণ মানুষ। জানা গিয়েছে, বিক্ষোভে পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করায়, তা নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে।
হাব্বালি, কালাবুরাগি, মাইসুরু, বেল্লারি এবং বেঙ্গালুরুতেই কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা সহ বিক্ষোভ দমনে উদ্যোগ নিয়েছে পুলিশ।