কটা ভিডিওতে মুখোশ পড়া এক ব্যক্তিকে বন্দুক হাতে ঘুরতে দেখা গেছে
নয়াদিল্লি: বুধবার উত্তর প্রদেশ পুলিশ একাধিক ফটো ও ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা গেছে দুজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। একটা ভিডিওতে মুখোশ পড়া এক ব্যক্তিকে বন্দুক হাতে ঘুরতে দেখা গেছে। গত শুক্রবার সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল সে রাজ্যের মীরাট। এদিন প্রকাশিত ভিডিও ও ছবিগুলো সেই আন্দোলনের ফুটেজ বলে দাবি করেছে পুলিশ। জনতা-পুলিশ সংঘর্ষে গোটা রাজ্যে মৃত্যু হয়েছিল প্রায় ১৫ জনের। মীরাটে সংখ্যাটা ছিল ৬। বেশীরভাগ মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কিন্তু পুলিশের গুলিতে মৃত্যু হয়নি বলে অভিযোগ খারিজ করা হয়েছিল। পেলেট আর রবার বুলেট ব্যবহারে করা হয়েছিল আন্দোলন দমন করতে বলে দাবি করেছিল পুলিশ।উল্টে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে প্রশাসনের তরফে।
সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা অভিযোগ করেছেন, "সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পুলিশ কর্মীরা। ২১টি জেলায় ২৮৮ জন পুলিশকর্মী জখম হয়েছেন। যাঁদের ৬২ জনের আঘাত আগ্নেয়াস্ত্রের।" তিনি যোগ করেছিলেন, যে সব জেলায় হিংসা ছড়িয়েছিলো সেখান থেকে ৫০০টি নিষিদ্ধ কার্তুজ উদ্ধার করা হয়েছে।এদিন আবার প্রধানমন্ত্রী লখনৌর এক অনুষ্ঠানে বলেছেন, "যাঁরা হিংসায় অংশ নিয়েছিলেন, তাঁরা একটু বাড়িতে বসে ভাবুন বাস, সরকারি সম্পত্তি পুড়িয়ে কি পেলেন! পাশাপাশি কড়া হাতে হিংসাত্মক আন্দোলন দমনে উত্তর প্রদেশ পুলিশকে বাহবা দিয়েছেন তিনি।