This Article is From Jan 10, 2019

নাগরিকত্ব আইনের সুপ্রভাব পড়বে এ রাজ্যে দাবি দিলীপ ঘোষের

নাগরিকত্ব আইনের সুপ্রভাব পড়বে এ রাজ্যে। এমনটাই মনে  করেন  বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ।

নাগরিকত্ব আইনের সুপ্রভাব পড়বে এ রাজ্যে দাবি দিলীপ ঘোষের

লোকসভা  নির্বাচনের আগে দলের সাংগঠন গোছানোর কাজ শুরু করল বিজেপি।

হাইলাইটস

  • দলের সাংগঠনিক অবস্থা কেমন তা খতিয়ে দেখতে রাজ্য সফরে আসবেন বিজেপি সভাপতি
  • দিন ঠিক না হলেও তাঁর সফরের বেশি দেরি নেই
  • ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ
কলকাতা:

নাগরিকত্ব আইনের সুপ্রভাব পড়বে এ রাজ্যে। এমনটাই মনে  করেন  বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ।  তাঁর দাবি  সংসদে আইন পাস হওয়ায় উদ্বাস্তুদের নাগরিকত্ব পেতে  সুবিধা হবে। আর একই সঙ্গে  সিপিএম এবং তৃণমূলের মুখোশও খুলে  যাবে বলে  দাবি  বিজেপির রাজ্য সভাপতির। তিনি বলেন, দশকের পর দশক ধরে হিন্দুদের সঙ্গে  প্রবঞ্চনা করেছে  সিপিএম থেকে  শুরু করে  তৃণমূলের মতো দল গুলি। কিন্তু উদ্বাস্তুদের কথা  শুনেছে  বিজেপি। এদিকে সংসদে এই আইনের বিরোধিতা  করেছে  তৃণমূল এবং সিপিএম। এদিকে লোকসভা  নির্বাচনের আগে দলের সাংগঠন গোছানোর কাজ শুরু করল বিজেপি। ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ।

পুরুষের মতো আচরণ করুন, মোদীকে কটাক্ষ রাহুলের, পাল্টা কংগ্রেস সভাপতিকে নারীবিদ্বেষী বলল বিজেপি

তাছাড়া দলের সাংগঠনিক অবস্থা কেমন তা খতিয়ে দেখতে রাজ্য সফরে আসবেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে  কলকাতা নয় শিলিগুড়িতে  আসছেন তিনি। দিন ঠিক না হলেও তাঁর সফরের যে বেশি  দেরি নেই তা  মোটের উপর স্পষ্ট।  শিলিগুড়িতে দলের নেতাদেরব নিয়ে সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি জনসভাও করতে পারেন সভাপতি। বিজেপির প্রস্তাবিত  দিনে রথযাত্রা হলে এতদিনে অমিতের রাজ্য সফর হয়ে  যেত। প্রথমে বীরভূম এবং পরে কোচবিহার  থেকে তিনি রথযাত্রার সূচনা  করবেন বলে ঠিক হয়। সেটা হয়ে ওঠেনি। বাংলায় সংগঠন বাড়িয়ে বেশি  পরিমাণ  আসন জিততে মরিয়া বিজেপি। এর আগে  একাধিক বার রাজ্য  সফরে  এসেছেন অমিত। সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।  রথাযাত্রায় এই দু'জন সহ কেন্দ্রীয় নেতাদের চেয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। অমিত শাহ বার বারই বলে  আসছেন লোকসভা নির্বাচনে তাঁদের দল পশ্চিমবঙ্গে ২৩'টির বেশি আসনে জয়লাভ করবে।  গত শনিবার আগরতলার একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে অমিত শাহ বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভা নির্বাচনে ২৩'টির বেশি আসনে জয়লাভ করবে। এই রাজ্যে একটি পরিবর্তন আসতে চলেছে। "৷ সৌমিত্রকে দলে স্বাগত জানিয়েও একই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী  ধর্মেন্দ্র প্রধান।          

 

.