This Article is From Jan 01, 2019

১০ ঘণ্টার মধ্যে খুব খারাপ থেকে ভয়াবহ হয়ে উঠল কলকাতার বায়ু দূষণ

নতুন বছরের প্রথম দিনেই শহর কলকাতার বায়ু দূষণ ‘ভয়াবহ’ আকার ধারন  করল। মাত্র ঘণ্টা দশেক আগে সোমবার গভীর রাতে  অবস্থা  ছিল  ‘খুব খারাপ’।

১০ ঘণ্টার মধ্যে  খুব খারাপ থেকে  ভয়াবহ হয়ে উঠল কলকাতার বায়ু দূষণ

 দেশের একাধিক শহরের ক্ষেত্রেই বায়ু দূষণ চিন্তার  বিষয় হয়ে উঠেছে।

হাইলাইটস

  • শহর কলকাতার বায়ু দূষণ ‘ভয়াবহ’ আকার ধারন করল
  • মাত্র ঘণ্টা দশেক আগে সোমবার গভীর রাতে অবস্থা ছিল ‘খুব খারাপ’
  • দেশের একাধিক শহরের ক্ষেত্রেই বায়ু দূষণ চিন্তার বিষয় হয়ে উঠেছে
কলকাতা:

নতুন বছরের প্রথম দিনেই শহর কলকাতার বায়ু দূষণ ‘ভয়াবহ' আকার ধারন  করল। মাত্র ঘণ্টা দশেক আগে সোমবার গভীর রাতে  অবস্থা  ছিল  ‘খুব খারাপ'। পরে  তা হয়ে ওঠে  ভয়াবহ। মধ্য রাতে দূষণের পরিমাণ ছিল ৩৭৪একক। সকাল দশটায় সেটাই বেড়ে হয় ৪০০ একক। সব  মিলিয়ে  যতই সময় এগোচ্ছে শহর কলকাতার বায়ু দূষণ চিন্তার কারণ হয়ে উঠছে। সেই ইঙ্গিত আরও একবার  মিলল বর্ষবরণের রাতে। শহরের উত্তর এবং দক্ষিণ কলকাতার কয়েকটি জায়গার বায়ু দূষণ ‘ভয়াবহ' হয়ে উঠেছে বলে  দেখা গিয়েছে।  উত্তর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়  এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে  তিলোত্তমার দূষণ পরিমাপের কাজ হয়ে থাকে। এই দুই কেন্দ্র থেকেই  যে  তথ্য দূষণ নিয়ন্ত্রণ  পর্ষদের কাছে গিয়ে  পৌঁছেছে  তা  তাঁদের চিন্তা বাড়িয়েছে  বেশ খানিকটা।  

গোটা  ঘটনায় স্বভাবতই চিন্তিত পরিবেশবীদরা। তাঁদেরই একজন এস এম ঘোষ। তিনি জানালেন, বজ্র পদার্থ  জ্বালিয়ে ফেলার মতো বিষয়ের জন্য দূষণ এতটা  ভয়াবহ আকার ধারন  করেছে। অন্যদিকে তাঁর মনে  হয়েছে  প্রশাসন  নিয়ন্ত্রণ করতে প্রশাসন জেগে ঘুমচ্ছে।

 

মদ্যপ মায়ের ছেড়ে যাওয়া সন্তানকে বুকের দুধ খাইয়ে শান্ত করলেন হায়দরাবাদের কনস্টেবল
 

এর আগে আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে ছটের উৎসব হওয়ায়  ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ  হন অনেকে। স্থানীয় বাসিন্দা  সুমিতা বন্দ্যোপাধ্যায় ট্রাইব্যুনালে  যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গে স্বাক্ষর করেছেন ১১৭৮ জন। ইতিমধ্যেই আইন ভেঙে পুজো  করায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে  এফআইআর দায়ের করেছে  পুলিশ।

শুধু  কলকাতা নয়  দেশের একাধিক শহরের ক্ষেত্রেই বায়ু দূষণ চিন্তার  বিষয় হয়ে উঠেছে।  রাজধানী দিল্লির পরিস্থিতিও বেশ খারাপ।                     

 

  

 

.