This Article is From Jul 02, 2020

মদ ব্যবসায়ীদের হাতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার, জাতীয় স্বেচ্ছাসেবক কর্মী

অভিযুক্ত ব্যক্তি পলাতক এবং তাঁকে ধরার চেষ্টা চলছে বলে জানান জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি

Advertisement
সিটিস Edited by (with inputs from PTI)

আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার (প্রতীকি ছবি)

জলপাইগুড়ি:

বচসাকে কেন্দ্র করে জলপাইগুড়িতে মদ ব্যবসায়ীর হাতে আক্রান্ত এক সিভিক ভলেন্টিয়ার এবং একজন জাতীয় স্বেচ্ছাসেবক কর্মী (NVF), বৃহস্পতিবার একথা জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ব্যক্তিগত কাজ নিয়ে ওই মদ ব্যবসায়ীর বাড়িতে যান জাতীয় স্বেচ্ছাসেবক কর্মী, এবং পরে বচসা শুরু হয় দুজনের। তখনই ওই মদ ব্যবসায়ী তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে তরিঘরি সেখানে ছুটে যান কাছেই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার, তখন তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে ওই মদ ব্যবসায়ী হামলা চালান বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি পলাতক এবং তাঁকে ধরার চেষ্টা চলছে বলে জানান জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি। 

আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। পুলিশের বিরুদ্ধে ঘটনাস্থলে গুলি চালানোর যে জল্পনা রটেছে তা খারজ করে দিয়েছে তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement