Read in English
This Article is From Sep 27, 2018

কাশ্মীরে গুলিচালনায় মৃত এক সেনা ও এক সাধারণ মানুষ, মারা গেল এক জঙ্গিও

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তিনটি স্থানে তিনটি এনকাউন্টারের ফলে মৃত্যু হল এক সেনা, এক সাধারণ মানুষ ও এক জঙ্গির।  সেনা এবং জঙ্গির মৃত্যু হল শ্রীনগর থেকে আটান্ন কিলোমিটার দূরের অনন্তনাগের দুরু নামের একটি জায়গায়।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

জম্মু ও কাশ্মীরে দু'পক্ষের সংঘর্ষে মৃত এক সেনা ও এক জঙ্গি।

শ্রীনগর :

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তিনটি স্থানে তিনটি এনকাউন্টারের ফলে মৃত্যু হল এক সেনা, এক সাধারণ মানুষ ও এক জঙ্গির।  সেনা এবং জঙ্গির মৃত্যু হল শ্রীনগর থেকে আটান্ন কিলোমিটার দূরের অনন্তনাগের দুরু নামের একটি জায়গায়।

গুলিচালনা আপাতত থেমেছে। এই মুহূর্তে তল্লাশি চলছে জোরকদমে। সেনাবাহিনীর ধারণা আরও বেশি জঙ্গি লুকিয়ে থাকতে পারে ওই তল্লাটে। "নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই শুরু হয়েছিল অপারেশন। একজন জঙ্গি ও একজন সেনা তাতে প্রাণ হারিয়েছে", বলেন এক পদস্থ পুলিশকর্তা।

অনন্তনাগ, শ্রীনগর এবং বাদগাঁও জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রীনগরে প্রথম গুলিচালনা করা শুরু হয় নুরবাগে। নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল ওই অঞ্চলের একটি বাড়িতে লুকিয়ে আছে জঙ্গিরা। গোলাগুলি চালানোর সময় মৃত্যু হয় বাড়ির মালিকেরও।

Advertisement
Advertisement