১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গিহানার পর এই নির্দেশ প্রথম জারি করা হয়।
জম্মু: নিরাপত্তাবাহিনীর কনভয়ে বুধবার আর গমগম করল না জম্মুর রাজপথ। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে নির্দ্বিধায় হাঁটাচলা করলেন সাধারণ মানুষ। চারচাকা, দু'চাকার গাড়িও চলল। যেন, রোজকার এক দিন। একইরকম নির্দ্বিধায়। স্বাধীনভাবে। যেমন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়ানো একটিমাত্র চারাগাছ। গত ৭ এপ্রিল ঘোষণা করে দেওয়া হয়েছিল যে, এই ২৭০ কিলোমিটার লম্বা জাতীয় সড়কটি সপ্তাহে দু'দিন- বুধবার ও রবিবার- ভোর চারটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। ৩১ মে পর্যন্ত এমনটা চলবে। তার নেপথ্যের কারণটি একটাই, যাতে, নিরাপত্তাবাহিনীর কনভয় চলাচল করতে পারে সহজে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গিহানার পর এই নির্দেশ প্রথম জারি করা হয়।
জম্মুর হাইওয়েতে সাধারণ নাগরিকদে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি
যদিও, এই নির্দেশ জারি করার পর থেকেই তা বহু বিরোধিতার সম্মুখীন হয়েছিল।
এই বিষয়টি নিয়ে শ্রীনগরের ট্র্যাফিকের এক আধিকারিক বলেন, “সিআরপিএফের পক্ষ থেকে টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছিল যে, বুধবার এই রাস্তায় কোনও নিরাপত্তাবাহিনীর কনভয়ের যাতায়াত থাকবে না। তারপরই যান চলাচল শুরু হয়। মানুষ এতে খুশি”।
সেই খুশির ছবিটি ধরা পড়েছিল স্থানীয় বাসিন্দাদের মুখেই। কোনও দুঃখের ক্ষত ছিল না সেখানে।