This Article is From Apr 15, 2019

রামনবমীর মিছিল নিয়ে সাম্প্রদায়িক রেষারেষি আসানসোলে, লাঠিচার্জ পুলিশের

একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুই সম্প্রদায়ের মানুষ এবং একে অপরের দিকে পাথরবৃষ্টি শুরু হয়।

রামনবমীর মিছিল নিয়ে সাম্প্রদায়িক রেষারেষি আসানসোলে, লাঠিচার্জ পুলিশের

ওই সময় এলাকার কয়েকজন সংখ্যালঘু বাসিন্দারা এত তীব্র শব্দের জন্য প্রতিবাদ জানান। (ফাইল চিত্র)

আসানসোল:

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে লেগে গেল প্রবল খণ্ডযুদ্ধ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেবেলা আসানসোলের বরাকর এলাকায়। পাথর ছোঁড়া হয় পুলিশের গাড়ি লক্ষ করে। অন্তত একটি মোটরবাইক জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, তাঁদের রামনবমী মিছিলে পাথর ছুঁড়ে মেরেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। ঘটনাটি ঘটে বরাকর স্টেশন রোডে। যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দার সংখ্যা বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি মিছিল বরাকর স্টেশন রোডের দিকে যাচ্ছিল ধর্মীয় সঙ্গীত এবং ডিজে বাজিয়ে। সূত্র জানায়, ওই সময় এলাকার কয়েকজন সংখ্যালঘু বাসিন্দারা এত তীব্র শব্দের জন্য প্রতিবাদ জানান।

তারপরই একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুই সম্প্রদায়ের মানুষ এবং একে অপরের দিকে পাথরবৃষ্টি শুরু হয়।

মুকুল ও কৈলাশ বিজয়বর্গীয় 'চক্রান্ত' করছে, সুপ্রিম কোর্টে নালিশ রাজীব কুমারের

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে খণ্ডযুদ্ধ লেগে যায়। বেগতিক দেখে লাঠিচার্জ করতেও বাধ্য হয় পুলিশ।

সন্ধে সাড়ে ছ'টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে। তবে, কার বা কাদের ‘উসকানি'তে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ

প্রসঙ্গত, গত বছরও আসানসোলে রামনবমীর মিছিল নিয়ে ঝামেলা লেগেছিল। অভিযোগ তখনও ছিল তারস্বরে বাজা শব্দের দিকেই।

.