পরিবাররে দাবি মারধরের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে আট বছররে ওই শিশু।
কলকাতা: দ্বিতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। তাও আবার ছুটির ঘণ্টা শোনা মাত্র ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরতে চাওয়ার ‘অপরাধে’। শহরের একটি লব্ধ প্রতিষ্ঠিত বেসরকারি স্কুলের এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবাররে দাবি মারধরের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে আট বছররে ওই শিশু। পুলকার চালকের মাধ্যমে সেই খবর পান পরিবারের সদস্যরা। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। স্কুলের সঙ্গেও কথা বলা হচ্ছে। আহত শিশু জানিয়েছে, ছুটির ঘণ্টা শুনে ব্যাগ হাতে নিতেই শিক্ষিকা তাকে মারতে শুরু করেন। চুল ধরে টেনেও দেওয়া হয়েছে বলে তার দাবি।
সাম্প্রতিক কালে শহরের একাধিক স্কুলে ঘটেছে নানা রকমের অপ্রীতিকর ঘটনা। কখনও ছোট ছোট মেয়েদের যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। কখনও আবার ঘটেছে অন্য কোনও ঘটনা। এবার প্রকাশ্যে এল ছাত্রকে মারধরের অভিযোগ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)