This Article is From Dec 22, 2018

দিল্লির হোটেল থেকে গ্রেফতার ভারতী ঘোষের ঘনিষ্ঠ

প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের এক ঘনিষ্ঠকে আজ রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি গ্রেফতার করল অর্থ জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে।

দিল্লির হোটেল থেকে গ্রেফতার ভারতী ঘোষের ঘনিষ্ঠ
কলকাতা:

প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের এক ঘনিষ্ঠকে আজ রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি গ্রেফতার করল অর্থ জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে। ওই ব্যক্তি ভারতী ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী। নাম- সুজিত মণ্ডল। নয়াদিল্লির পঞ্চশীল পার্কের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এক গোয়েন্দাকর্তা৷ এই বছরের জুন মাসে সিআইডির ফাইল করা চার্জশিটের বয়ান অনুযায়ী, নোটবন্দির সময় দাসপুরের এক ব্যবসায়ীর থেকে জোর করে ভয় দেখিয়ে সোনা নিয়েছিলেন ভারতী ঘোষ সহ মোট আটজন। 

চাকরি নিয়ে ছেলেখেলাটা এবার বন্ধ হোক, পরিষ্কার কথা বলুন অমিত শাহ ও কমলনাথ

"দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থেকে অভিযুক্ত সুজিত মণ্ডলকে গ্রেফতার করা হয়। নয়াদিল্লির একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাকে। খুব তাড়াতাড়িই তাকে কলকাতায় নিয়ে আসা হবে", জানান ওই কর্তা। 

জোর করে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগের তালিকায় ভারতী ঘোষ এবং সুজিত মণ্ডল সহ মোট ৯ জনের নাম রয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.