தமிழில் படிக்க Read in English
This Article is From Aug 12, 2019

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল ঘরবাড়ি, মৃত ৩, দেখুন ভিডিও

বন্যায় বাড়িঘর ভেসে যাওয়ার কারণে রূপা দেবী নামে ৩৫ বছর বয়সী এক মহিলা সহ তাঁর ৯ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from Agencies)

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল ঘরবাড়ি, মৃত ৩

চামোলি, উত্তরাখণ্ড:

উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি (Chamoli) জেলায় সোমবার সকালে মেঘভাঙা বৃষ্টিতে (cloudburst) একজন মা ও তাঁর শিশু সহ তিনজন মারা গেছে এবং দুটি বাড়ি ভেসে গেছে।

বন্যায় বাড়িঘর ভেসে যাওয়ার কারণে রূপা দেবী নামে ৩৫ বছর বয়সী এক মহিলা সহ তাঁর ৯ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়।

বন্যায় দেশজুড়ে মৃত শতাধিক, বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে অমিত শাহ: ১০ টি তথ্য

স্থানীয় বাসিন্দা এবং রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে খবর।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, রাত ১১ টার দিকে বজ্রপাত (lightning) শুরু হয়।

Advertisement

ওদিকে অন্য একটি ঘটনায়, ভূমিধসের কবলে পড়ে স্থানীয় একজনের বাড়ি। জানা গেছে,  ওই বাড়ি ধসে  গিয়ে ২১ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে।

বন্যায় ডুবে জেলা, সেলফিতে মত্ত মন্ত্রীমশাই, বিতর্ক ছড়াল মহারাষ্ট্রে

Advertisement

এখনও ওইসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এলাকার পরিস্থিতি ক্রমশই মারাত্মক হচ্ছে । রাজ্যে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বেশ কয়েকটি জায়গায় ভূমি ধসের মতো ঘটনা ঘটেছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে শুক্রবার চামোলি (Chamoli)  জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে এক মহিলা ও একটি শিশু মারা গিয়েছিল। ওই ঘটনায় দশটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর মিলেছে। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষিজমিও। সব মিলিয়ে এলাকার (Uttarakhand) পরিস্থিতি উদ্বেগজনক বলে জানা গেছে।

Advertisement