This Article is From Sep 13, 2019

‘‘বাংলায় হতে দেব না’’: নাগরিক পঞ্জি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্য়ায়

মমতা (Mamata Banerjee) এপ্রসঙ্গে বলেন, ‘‘আমরা বাংলায় কখনওই নাগরিক পঞ্জির অনুমতি দেব না। রাজ্যের নাগরিকদের ধর্ম ও জাতের ভিত্তিতে ভাগ করতে দেব না ওদের।

‘‘বাংলায় হতে দেব না’’: নাগরিক পঞ্জি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্য়ায়

বাংলায় কখনওই নাগরিক পঞ্জির অনুমতি দেবেন না বলে দাবি মমতার।

নয়াদিল্লি:

জাতীয় নাগরিক পঞ্জির (NRC) বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে মিছিলে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অসমে (Assam) নাগরিক পঞ্জি প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে, ১৯ লক্ষ মানুষের নাম ওই তালিকায় নেই। মিছিলের শেষে তৃণমূল নেত্রী বলেন, তিনি এরাজ্যে এমন কোনও পদক্ষেপ কেন্দ্রকে করতে দেবেন না। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে মমতা এপ্রসঙ্গে বলেন, ‘‘আমরা বাংলায় কখনওই নাগরিক পঞ্জির অনুমতি দেব না। রাজ্যের নাগরিকদের ধর্ম ও জাতের ভিত্তিতে ভাগ করতে দেব না ওদের। আমরা অসমের নাগরিক পঞ্জিও গ্রহণ করব না। ওরা অসমের মানুষের কথা বলা বন্ধ করে দিয়েছে পুলিশ ও প্রশাসনের সাহায্যে। কিন্তু ওরা বাংলাকে চুপ করাতে পারবে না।''

গত ৩১ আগস্ট প্রকাশিত হয় অসমের নাগরিক পঞ্জি। বাদ পড়া ১৯ লক্ষ মানুষ আদালতে আবেদন করতে পারবেন। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই ১৯ লক্ষ মানুষকে ‘বিদেশি' বলে ধরা হবে না বলে জানিয়েছে কেন্দ্র।

"আগুন নিয়ে খেলবেন না", এনআরসি প্রসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে অসমে গিয়েছিলেন। তখনই তিনি ইঙ্গিত দেন কেবল অসম নয় গোটা দেশেই কোনও অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। সরকারের পরিকল্পনা রয়েছে গোটা দেশরই নাগরিক তৈরি করার।

দু'দিনের উত্তর-পূর্ব ভারত সফরে গিয়ে অমিত জানান, ‘‘সমস্ত দেশই নাগরিক পঞ্জি নিয়ে ভয় পাচ্ছে। অসম মনে করছে নাগরিক পঞ্জি ভুল। ছোট রাজ্যগুলি ভাবছে সেখানেও এমন হবে। আমি আপনাদের নিশ্চিত করছি, কেবল অসম নয়, আমরা চাই গোটা দেশই বেআইনি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হোক। আমরা একটা প্ল্যান রেডি করে ফেলেছি। আমরা সব রাজ্যেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনব।''

জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় কলকাতায় মিছিলে মমতা

লোকসভা নির্বাচনের সময় অমিত শাহ জানিয়েছিলেন, এরাজ্যেও নাগরিক পঞ্জি প্রকাশ করা হবে।

গত বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, রাজ্যে এক কোটিরও বেশি বেআইনি অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়েছে তৃণমূল কংগ্রেস।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে তিনি বলেন, ‘‘গত কয়েক বছরে প্রায় দু'কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম বেআইনি ভাবে রাজ্যে ঢুকে পড়েছে। তার মধ্যে এক কোটি দেশের অন্য প্রান্তে চয়ে গিয়েছে। বাকিরা তৃণমূলের নিরাপত্তায় এরাজ্যেই রয়ে গিয়েছে।''

নাগরিক পঞ্জির বিপুল বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের নাগরিক পঞ্জি প্রকাশ সম্পর্কে জানিয়েছেন এটি সম্পূর্ণ ব্যর্থ।

(তথ্যসূত্র: পিটিআই)

.