This Article is From Jul 23, 2019

৭৫-এ পা ক্যালকাটা প্রেস ক্লাবের, উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র

পুরনো সাংবাদিকদের রেখে যাওয়া জায়গা দখল করেছেন নব্য সাংবাদিকেরা। অজস্র স্মৃতি, নতুন শতকের শক্তিকে সঙ্গে নিয়ে ক্যালকাটা প্রেস ক্লাব পৌঁছে গেছে ৭৫ বছরে।

৭৫-এ পা ক্যালকাটা প্রেস ক্লাবের, উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র

হীরক জয়ন্তী বর্ষ ক্যালকাটা প্রেস ক্লাবের

কলকাতা:

১৯৬২ সাল। ক্যালকাটাও তখন কলকাতা হয়নি। সেইসময় সাংবাদিকদের কথা ভেবে সদ্য ভূমিষ্ঠ হল ক্যালকাটা প্রেস ক্লাব (Calcutta Press Club)। এমন একটা সংগঠন বা ক্লাব যেখানে কাজের ফাঁকে কথা, মত, খবর বিনিময় করতে পারবেন সাংবাদিকরা। মগ্ন থাকতে পারবেন নিজেদের আলাপচারিতায়। বিপদেআপদে সাহায্য মিলবে এই এক ছাদের নীচেই। সেই সময় এখানে দেখা মিলত অসংখ্য দাপুটে সাংবাদিকের। কালের চাকা ঘুরেছে। পুরনো সাংবাদিকদের রেখে যাওয়া খালি জায়গা দখল করেছেন নব্য সাংবাদিকেরা।

ফের মেট্রোর দরজায় হাত আটকাল এক ব্যক্তির

অজস্র স্মৃতি আর নতুন শতকের শক্তিকে সঙ্গে নিয়ে পায়ে পায়ে ক্যালকাটা প্রেস ক্লাব পৌঁছে গেছে ৭৫ বছরে (75th Foundation Day of Calcutta Press Club)। সোমবার ছিলই তারই বর্ষপূর্তি। সেই উপলক্ষে ক্লাব সংলগ্ন এলাকায় পতাকা তোলেন ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। সেই সঙ্গে ক্লাবের চারপাশে পোঁতা হয় ৭৫টি গাছের চারা। একটি গাছ একটি প্রাণ---স্মরণ করিয়ে দিতে। এরপর টর্চলাইট প্রসেশন করেন বহু প্রাক্তন ফুটবলার মোহনবাগান তাঁবু থেকে। বিকেলে ফুটবল খেলা হয় ক্লাব প্রেসিডেন্ট একাদশ আর সম্পাদক একাদশের মধ্যে। এছাড়াও, সম্মানিত করা হয় কিছু সাংবাদিকদের। নতুন সদস্যদেরও বরণ করে নেওয়া হয়। 

মঙ্গলবার অনুষ্ঠিত হয় হীরকজয়ন্তী বর্ষপূ্তির বিশেষ অনুষ্ঠান। জাতীয় সংঙ্গীত দিয়ে।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিতিতে। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সভাপতি স্নেহাশিস সুর, ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক সহ বহু বিশিষ্ট মানুষ এবং অসংখ্য সাংবাদিক। সংগঠনের স্মারক খাতায় সই করেন মুখ্যমন্ত্রী সহ বাকি আমন্ত্রিতরা। রাতে ছিল রূপঙ্কর বাগচির গানের আসর।

'দুর্গা পূজা কমিটি' গুলিকে আয়কর বিভাগের নোটিস, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা

২৭ জুলাই অনুষ্ঠিত হবে প্ল্যাটিনাম জুবিলি কনসার্ট। এই আসরে বর্ষার রাগ সন্তুরে শোনাবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সরোদে তরুণ নায়েক।

.