মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার কড়া সমালোচনা করলেন পি চিদাম্বরেমর (P Chidambaram) গ্রেফতারির পদ্ধতির। প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেফতার করার ক্ষেত্রে যেভাবে পদক্ষেপ করেছে সিবিআই, (CBI) তার প্রতিবাদ করেছেন মমতা। তিনি বলেন, ‘‘যে ভাবে তাঁর বিষয়টিতে পদক্ষেপ করা হল তা খুবই হতাশাজনক। এটা খুবই দুঃখজনক ও খারাপও।'' তিনি আরও বলেন, ‘‘চিদাম্বরম একজন বর্ষীয়ান রাজনীতিক, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পদ্ধতিতে ভুল ছিল। আমি বিষয়টির আইনি দিক নিয়ে কথা বলছি না।'' দিঘার সৈকতে এক রিসর্টে একথা সাংবাদিকদের বলেন মমতা।
বুধবার রাতে নাটকীয় ভাবে চিদাম্বরমকে গ্রেফতার করা হয় তাঁর দক্ষিণ দিল্লির বাড়ি থেকে।
CBI এখন ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার দফতর: P Chidambaram প্রসঙ্গে কংগ্রেস
পাঁচিল টপকে ঢুকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর সারা রাত সিবিআই সদর দফতরেই ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি, বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া।
আদালতে আগাম জামিন খারিজ হয়ে যাওয়ার পরে ২৪ ঘণ্টা কোনও খোঁজ মেলেনি চিদাম্বরমের। পরে বুধবার সন্ধ্যায় তাঁকে কংগ্রেসের সদর দফতরে দেখা যায়।
P Chidambaram Arrest: নাটকীয় গ্রেফতারের পর CBI -এর দফতরে পি চিদাম্বরম, আজ তোলা হবে আদালতে
সাংবাদিক সম্মেলন করে চিদাম্বরম বলেন, "আমি জেনে খুব অবাক হয়েছি যে আমার বিরুদ্ধে আইনের হাত থেকে পালানোর মতো অভিযোগ আনা হয়েছে, অথচ দিনভর আইনের আশ্রয়ের সন্ধানেই আমি ব্যস্ত ছিলাম।''
আদালতে শুক্রবার মামলার শুনানি হবে।