Read in English
This Article is From Oct 17, 2019

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘‘ঘরের ছেলে’’ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মসনদে বসছেন সৌরভ। সেই বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সৌরভ তো আমাদের ঘরের ছেলে।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by

মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় এই সুযোগ পেয়েছে এই বয়সেই। এটা বাংলার জন্য গর্বের বিষয়।’’

কলকাতা:

বিসিসিআইয়ের (BCCI President) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুধবার তাঁকে ‘ঘরের ছেলে' বলে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এত কম বয়সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মসনদে বসছেন সৌরভ। সেই বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সৌরভ তো আমাদের ঘরের ছেলে।'' পাশাপাশি তিনি উল্লেখ করেন প্রয়াত জগমোহন ডাল‌মিয়ার কথাও। ডালমিয়া দীর্ঘ সময় ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। বিসিসিআই ও আইসিসির সর্বোচ্চ পদে বসেছিলেন।

ভারত দিন-রাতের টেস্টেও ভাল খেলবে, জানিয়ে দিলেন Sourav Ganguly

তাঁর কথাও বলেন মুখ্যমন্ত্রী। আর সৌরভ সম্পর্কে তাঁর বক্তব্য, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় এই সুযোগ পেয়েছে এই বয়সেই। এটা বাংলার জন্য গর্বের বিষয়।''

দেখুন ভিডিও

  .  

Advertisement
Advertisement