This Article is From Sep 14, 2019

তৃণমূল "কৃষকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ", সিঙ্গুর আন্দোলনকে স্মরণ করে বললেন মমতা

Singur Agitation: ২০১৬ সালের এই দিনে ৯,১১৭ জন কৃষকদের হাতে জমির দলিল ও ৮০৬ জনের হাতে চেক হস্তান্তর করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল

সিঙ্গুরের টাটা কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিশাল আন্দোলন শুরু করেছিলেন Mamata Banerjee।

কলকাতা:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (শনিবার) বলেছেন যে তাঁর সরকার কৃষকদের (Bengal Farmers) কল্যাণে এবং রাজ্যে শিল্পের প্রচারে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তিন বছর আগের সেই দিনটির কথা স্মরণ করেন, যখন তিনি সিঙ্গুরের কৃষকদের তাঁদের জমির জন্য পরচা (নথি) হস্তান্তর করেছিলেন। তার আগে ওই জমিগুলি তৎকালীন বামফ্রন্ট সরকার টাটা কারখানা গড়ার জন্য জোর করে অধিগ্রহণ করেছিল । এই দিনটিকে (Singur Agitation) একটি "ঐতিহাসিক দিন" হিসাবে বর্ণনা করেছেন তৃণমূল নেত্রী। "আজ এক ঐতিহাসিক দিনের তৃতীয় বার্ষিকী। মনে পড়ছে সেই দিনের কথা যখন আমাদের # বাংলার সরকার সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণ করা কৃষকদের হাতে তাঁদের জমির নথি তুলে দিয়েছিল",শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চাষের কাজে অনিচ্ছুক, জমি বিক্রি করে দিচ্ছেন সিঙ্গুরের কৃষকরা: মমতা

তিনি আরও বলেন, "আমরা শিল্পের প্রচারের পাশাপাশি কৃষকদের কল্যাণের বিষয়েও আমাদের দেওয়া প্রতিশ্রুতির পুনর্বার উল্লেখ করছি। মা, মাটি, মানুষের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা"।


 ২০১৬ সালের এই দিনে ৯,১১৭ জন কৃষকদের হাতে জমির দলিল ও ৮০৬ জনের হাতে চেক হস্তান্তর করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিঙ্গুরের জমি আন্দোলন তৃণমূলের বড় ভুল ছিল: মুকুল রায়

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৬ সালে সিঙ্গুরে টাটা কারখানা স্থাপনের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিশাল আন্দোলন শুরু করেছিলেন।

.