This Article is From Sep 01, 2018

১০০ দিনের কাজের প্রকল্পে ফের সেরা বাংলা

মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের ঘোষণা মোতাবেক আমি এটা আপনাদের জানাতে পেরে খুশি যে ১০০ দিনের প্রকল্পের অধীনে কনভার্জেন্স ও লাইভলিহুড অগমেন্টেশন বিভাগে ফের এক নম্বরে উঠে এসেছে বাংলা।" 

১০০ দিনের কাজের প্রকল্পে ফের সেরা বাংলা
কলকাতা:

১০০ দিনের কাজের প্রকল্পের ফের এক নম্বরে উঠে এল বাংলার নাম। এতে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের জন্য ফেসবুকে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের ঘোষণা মোতাবেক আমি এটা আপনাদের জানাতে পেরে খুশি যে ১০০ দিনের প্রকল্পের অধীনে কনভার্জেন্স ও লাইভলিহুড অগমেন্টেশন বিভাগে ফের এক নম্বরে উঠে এসেছে বাংলা।" 

তিনি আরও বলেন,  "এই নিয়ে পরপর তিনবার আমরা এই সম্মান অর্জন করতে পেরেছি।"

এই প্রকল্পটি যথাযথভাবে কার্যকর করতে পেরেছে রাজ্যের পূর্ব বর্ধমান ও কোচবিহার জেলা। এছাড়া গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে শিলিগুড়ির কাছে নক্সালবাড়ি ব্লকের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে ভালো কাজ হয়েছে বলেও জানান তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জল সংরক্ষণে দেশের মধ্যে দ্বিতীয় স্থান হয়েছে বাংলা। এবারই প্রথম এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

.