This Article is From Sep 15, 2019

দেশে চলছে ‘অতি জরুরি অবস্থা’, মোদি সরকারকে আক্রমণ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন দেশে চলছে ‘‘অতি জরুরি অবস্থা’’ (Super Emergency)।

দেশে চলছে ‘অতি জরুরি অবস্থা’, মোদি সরকারকে আক্রমণ মমতার

গত দু’বছরে বারবার বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন মমতা।

কলকাতা:

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানালেন দেশে চলছে ‘‘অতি জরুরি অবস্থা'' (Super Emergency)। দেশের সংবিধান থেকে প্রাপ্ত অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য তিনি দেশের জনতাকে আহ্বান জানালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)সরকারের উদ্দেশে ক্ষোভ ব্যক্ত করে মমতা জানান, ভিন্নমতের শ্বাসরোধ করে সাংবিধানিক পরিকাঠামোর ক্ষতি করছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘‘আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমাদের আবার অঙ্গীকার করতে হবে দেশে সাংবিধানিক মূল্য অটুট রাখার, যার উপরে আমাদের দেশ স্থাপিত। এই ‘অতি জরুরি অবস্থা'র' সময়ে আমাদের অবশ্যই সংবিধানের দেওয়া অধিকার ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে।''

“মমতার উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া” এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতার

গত দু'বছরে বারবার বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। তৃণমূলের সঙ্গে বারবার মতবিরোধ হয়েছে গেরুয়া শিবিরের। বহু কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। যার অন্যতম নতুন ট্রাফিক আইন ও নাগরিক পঞ্জি। জানিয়ে দিয়েছেন, রাজ্যে এর কোনওটাই প্রয়োগ করতে দেবেন না তিনি।

এর আগে চন্দ্রযান-২ চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরোর অফিসে বসে সেই মুহূর্তের সাক্ষী হওয়ার পরিকল্পনাকেও একহাত নিয়েছিলেন মমতা।

‘‘বাংলায় হতে দেব না'': নাগরিক পঞ্জি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্য়ায়

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছিলেন, ‘‘আচমকাই আজ উনি (নরেন্দ্র মোদি) ওখানে (বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতর) গেলেন। এবার চার দিন ধরে চন্দ্রযানের ইস্যুই সব কিছুকে ছাপিয়ে যাবে। যেন ওরা (বিজেপি) দেশের জন্য সব করে ফেলেছে। যেন ওরাই বিজ্ঞানের আবিষ্কর্তা।''

.