This Article is From Aug 15, 2019

রেড রোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর

রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রঙিন ট্যাবলোর মিছিল। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প ছিল ট্যাবলোগুলির থিম।

রেড রোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর

৭৩তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:

বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসে (73rd Independence Day) জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথামাফিক ‘গার্ড অফ অনার'-এ কলকাতা পুলিশের তরফে স্যালুট গ্রহণ করেন তিনি। এরপরই শুরু হয় প্রথা মাফিক পুলিশের বিভিন্ন শাখার বর্ণাঢ্য কুচকাওয়াচ। মুখ্যমন্ত্রী পদক তুলে দেন একাধিক আইপিএস অফিসারের হাতে। এদিনের অনুষ্ঠানে জনতার উদ্দেশে কোনও বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। বুধবার রাতেই সমস্ত দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা টুইট করেন তিনি। ওই টুইটে তিন‌ি লেখেন, ‘‘স্বাধীনতা দিবসে আমার দেশ ও দেশের সমস্ত নারী-পুরুষকে আমি স্যালুট জানাই। গণতন্ত্র আমাদের সবচেয়ে অমূল্য সম্পত্তি। আসুন আমরা আজ শপথ নিই ভারতকে ভাগ হতে দেব না। আমাদের ভারতকে অখণ্ড রাখতেই হবে।''

গণতন্ত্র ভারতের সবচেয়ে মূল্যবান সম্পদ, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও লেখেন, ‘‘আমাদের সব সময় সংগ্রাম করতে হবে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। যখন এগুলি আমরা পাই না আমাদের শান্তিপূর্ণ আন্দোল‌ন করতে হবে এই অধিকারগুলি পেতে।''

রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রঙিন ট্যাবলোর মিছিল। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প ছিল ট্যাবলোগুলির থিম। অনুষ্ঠানে অংশ নেয় ‘কন্যাশ্রী', ‘সবুজসাথী', ‘জল ধরো জল ভরো', ‘সেফ ড্রাইভ সেভ লাইফ' ট্যাবলো।

ব্যারাকপুরের গান্ধি ঘাটে আর একটি অনুষ্ঠানে রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল জগদীপ ধনকর পুষ্পস্তবক অর্পণ করেন গান্ধী স্মৃতি কলামে। মহাত্মা গান্ধির প্রিয় রামধুন গানও হয় ওই অনুষ্ঠানে। পরে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশেও পুষ্পস্তবক অর্পণ করেন রাজ্যপাল।

ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দফতর। ‘বাংলা মোদের গর্ব' নামের ওই প্রদর্শনীটির উদ্বোধন করেন রাজ্যের সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন।

এছাড়া বৃষ্টিস্নাত সকালে বৃষ্টির ভ্রুকুটিকে অগ্রাহ্য করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের তরফে ‘প্রভাত ফেরি' বের হয়। বিভিন্ন স্থানে উত্তোলিত হয় জাতীয় পতাকা। রাজন‌ৈতিক দলগুলির অফিসেও পালিত হয় স্বাধীনতা দিবস।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.