This Article is From Feb 10, 2020

অর্থনীতি পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করুক কেন্দ্র : Mamata Banerjee

মুখ্যমন্ত্রী অভিযোগ আনেন, কেন্দ্রীয় সরকার এখন আর কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে না।

অর্থনীতি পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করুক কেন্দ্র : Mamata Banerjee

অর্থনৈতিক সঙ্কট সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়টির দিকে নজর দেওয়া।

কলকাতা:

অর্থনৈতিক সঙ্কট দূর করতে (Revive Economy) রাজনৈতিক প্রতিহিংসা সরিয়ে রেখে বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও কেন্দ্রীয় সরকারের কাছে কাজ করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজ্য বাজেট পরবর্তী ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে শোধরাতে সকলের উচিত একসঙ্গে কাজ করা। প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলা উচিত বিরোধী দলগুলির সঙ্গে।

প্রসঙ্গত, এবারের রাজ্য বাজেট ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট।

অর্থনৈতিক সঙ্কট সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার করা মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়টির দিকে নজর দেওয়া।

তিনি বলেন, ‘‘আরবিআই যা বলেছে তা স্পর্শকাতর বিষয়। কেন্দ্রীয় সরকারের উচিত ঘৃণার রাজনীতি না করে বিষয়টির দিকে নজর দেওয়া। প্রধানমন্ত্রীর উচিত সকলকে একসঙ্গে নিয়ে চলা। প্রয়োজন পড়লে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা।''

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ আনেন, কেন্দ্রীয় সরকার এখন আর কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে না।

এদিনের রাজ্য বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট জনমুখী। মানুষের প্রয়োজনের কথা ভেবে এই বাজেট করা হয়েছে বলে জানান তিনি। 

.