This Article is From Aug 16, 2019

অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

একসময় অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা:

শুক্রবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) প্রথম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে  প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একসময় বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রেলমন্ত্রী হিসাবে গুরুদায়িত্ব পালন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে তাঁর সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর অনেক সুখস্মৃতি রয়েছে। বাজপেয়ীর "ইনসানিয়াৎ অর্থাৎ মানবতাবাদ, জামুরিয়াৎ অর্থাৎ গণতন্ত্র এবং কাশ্মীরিয়াৎ অর্থাৎ কাশ্মীরের সংস্কৃতি" নীতিকে পাথেয় করেই অটল মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৎকাসীন অন্যান্য মন্ত্রীর। তাঁর প্রয়াণ দিবসে তাই ওই ৩ অটল নীতিকেই মনে রেখে জনসেবা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়।

"ধন্যবাদ দিদি":মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনের শুভেচ্ছা জানানোয় পাল্টা বললেন কেজরিওয়াল

তৃণমূল নেত্রী (Mamata Banerjee) শুক্রবার টুইট করেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি আমার। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে (first death anniversary) আসুন আমরা তাঁর কথাই স্মরণ করি। তিনি বলেছিলেন: '' বন্দুক কোনও সমস্যা সমাধান করতে পারে না। বরং ইনসানিয়াৎ অর্থাৎ মানবতাবাদ, জামুরিয়াৎ অর্থাৎ গণতন্ত্র এবং কাশ্মীরিয়াৎ অর্থাৎ কাশ্মীরের সংস্কৃতি এই তিনটি বিষয়কে মনে রেখে কোনও সমস্যার সমাধান করা সম্ভব"।

'কন্যাশ্রী' প্রকল্পে উপকৃত ৬০ লক্ষ মেয়ে: মমতা

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাঁর কাশ্মীর নীতি এই তিনটি নীতির উপর ভিত্তি করেই তৈরি করেছিলেন।

বাজপেয়ী গত বছর এই দিনে ৯৩ বছর বয়সে প্রয়াত হন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.