Citizenship Amendment Act: বিজেপি ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
- ফের একবার মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- এনআরসি নিয়ে মোদি না অমিত শাহ কে ঠিক বলছেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী
- জনগণই ঠিক করবে কার কথা শুনবে, বলেন মমতা
কলকাতা: দেশের সব জায়গায় নাগরিকপঞ্জিকরণ (NRC) করা নিয়ে পরস্পরবিরোধী কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তবে এই দু'জনের মধ্যে কে সত্যি বলছেন সেটাই দেখার, এমনভাবেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এনআরসি প্রয়োগ করতে দেবেন না বলে এর আগেও হুঙ্কার ছাড়েন তৃণমূল নেত্রী। এবার সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act) এবং এনআরসির বিরুদ্ধে করা একটি সমাবেশে যোগ দিয়ে তিনি (Mamata Banerjee) বলেন, "বিজেপির চেয়ে বড় কোনও জালিয়াত ছিল না" এবং এই দলের উদ্দেশ্য নিয়ে জনগণের সচেতন হওয়া উচিত"। "প্রধানমন্ত্রী বলছেন, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি সারা দেশে চালু হওয়া নিয়ে কোনও আলোচনা বা প্রস্তাব হয়নি। অথচ কিছুদিন আগেই বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে এনআরসি দেশ জুড়েই করা হবে। উভয় বক্তব্যই পরস্পরবিরোধী। আমরা আশ্চর্য হচ্ছি এটা ভেবে যে কে সত্যি কথা বলছেন। ওঁরা আসলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন", বলেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গত রবিবার দিল্লিতে একটি সমাবেশ চলাকালীন বলেন, তাঁর সরকার ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে কোনওদিনই গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু হবে এমন কথা আলোচনা করেননি।
ক্যা ক্যা ছিঃ ছিঃ: নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান!
এই প্রসঙ্গেই তৃণমূল নেত্রী বলেন, "আমরা যা করছি তা জনস্বার্থে, বিজেপিও দাবি করছে যে তারা জনস্বার্থেই সব কিছু করছে, এবার মানুষ ঠিক করবেন যে তাঁরা কী করবেন"।
বিজেপি ভারতকে ভাগ করার চেষ্টা করছে তবে দেশের মানুষ তা কিছুতেই হতে দেবে না, হুঁশিয়ারি দেন তিনি।
"আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তাদের বাংলায় সিএএ বা এনআরসি প্রয়োগ করতে এবং ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেব না। অসমে, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে শরণার্থী শিবির তৈরি করা হয়েছে। বাংলায় আমরা কখনই তা করতে দেব না", জোর গলায় বলেন মুখ্যমন্ত্রী।
“প্রধানমন্ত্রীই সঠিক, দেশজুড়ে এনআরসির এখনই কোনও আলোচনা নয়”: অমিত শাহ
সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯-এর বিরুদ্ধে বিধান সরণির স্বামী বিবেকানন্দের মূর্তি থেকে গান্ধি ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় মোদি সরকারকে তীব্র শ্লেষেও বেঁধেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, ঝাড়খণ্ড বিধানসভা ভোটে পরাজিত করে "অহংকারী" বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছে।
দেখে নিন দেশের অন্যান্য খবরও: