মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়
কলকাতা: সবাইকে রাখী বন্ধনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। টুইট করে জানান, "আমার সব ভাই বোনকে রাখি বন্ধনের হার্দিক শুভেচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলায় এই দিনটি আমরা সংস্কৃতি দিবস হিসেবে পালন করে থাকি।"
সবাইকে রাখী বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠীও। তিনি বলেন, "এই উৎসব শুধু ভাই বোনের গভীর সম্পর্কের প্রতীক নয়। পরস্পরের স্নেহ, সম্মান, বিশ্বাস ও সুস্থতার কামনা করে এই উৎসব পালন করে থাকে ভাই বোনেরা।"
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)