প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
- প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
- তাঁর কাছে রাজ্যে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ করার আর্জি জানালেন তিনি
- এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সাত জন
কলকাতা: অবিলম্বে রাজ্যে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে এই পদক্ষেপ চান মুখ্যমন্ত্রী। এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। মৃত সাত। দেশের ৮০টি জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে এই চিঠি লিখলেন মমতা।
তিনি চিঠিতে লেখেন, ‘‘ভারত সরকার এখনও বিমান চলাচল চালু রাখায় আমরা গভীর ভাবে উদ্গিগ্ন। এটা শাটডাউন ও কোয়ারান্টাইনের প্রোটোকলের লঙ্ঘন। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও ব্যবস্থা না থাকায় আমরা বিষয়টি নিয়ে রাজ্যে বেশ কষ্টকর পরিস্থিতিতে পড়েছি।''
"অনেকেই লকডাউনের গুরুত্ব বুঝছেন না": করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদি
তিনি আরও লেখেন, ‘‘আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে প্রয়োজনীয় নির্দেশের মাধ্যমে রাজ্যে সমস্ত বিমানের অবতরণ বন্ধ করুন অবিলম্বে। যাতে সংক্রমণ ছড়ানো বন্ধ করা সম্ভব হয় এবং রাজ্যে প্রকৃত অর্থে লকডাউন করা যায়।''
মমতা জানিয়েছেন, তাঁর সরকার সমস্ত আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি রাজ্যের মধ্যেও বাস চলাচলেও প্রভূত রাশ টানা হয়েছে।
ব্রিটেন থেকে করোনা বয়ে আনলেন ছেলে, সংক্রমণ ছড়াল বাবা-মা সহ পরিচারিকার শরীরে
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সাত জন। চিনের প্রত্যন্ত এক প্রদেশ থেকে সারা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে বিমানের বড় ভূমিকা রয়েছে। ধীরে ধীরা সারা পৃথিবীর বহু দেশেই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস।
রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে সোমবার বিকেল পাঁচটা থেকে। চলবে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত।