মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) বার্তা দিয়ে বললেন, ‘‘দেশে আগুন লাগানো নয়, নেভানো আপনার কাজ।'' এদিন তিনি জানান, জাতীয় লাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন আসলে ‘‘একই ললিপপের দু'পিঠ''। টানা তিনদিন ধরে এই আইনের বিরুদ্ধে মিছিলে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘আপনারা বলছেন কেউ নাগরিকত্ব হারাবে না। কিন্তু এখন বলছেন প্যান, আধার কোনওটাতেই কাজ হবে না। তাহলে কীসে কাজ হবে? বিজেপির মাদুলিতে? বিজেপি একটি ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে।''
বুধবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কেবল একজন বিজেপি নেতা মাত্র নন। দয়া করে দেশে শান্তি বজায় রাখুন।'' তিনি প্রশ্ন তোলেন, কেন এখন বিজেপি জন্মের শংসাপত্র চাইছে। তিনি বলেন, ‘‘এবার থলে থেকে বিড়াল বেরিয়ে পড়েছে।''
‘‘ছোট ঘটনা''-র কারণে কেন বন্ধ রেল, জনসভায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর
এরপরই তিনি বলেন, ‘‘আপনারা ‘সবকা সাথ সবকা বিকাশ' করতে পারেননি। করেছেন ‘সবকা সাথ সর্বনাশ'। সিএএ ও এনআরসি প্রত্যাহার করুন। নাহলে আমিও দেখব আপনারা এটা এখানে কী করে কার্যকর করেন।''
এখনও পর্যন্ত যে তিনজন মুখ্যমন্ত্রী নাগরিকত্ব (সংশোধনী) আইন কার্যকর করতে রাজি হননি মমতা তাঁদের একজন। বাকি দু'জন হলেন কেরলের পিনারাই বিজয়ন এবং পাঞ্জাবের অমরিন্দর সিংহ। এই আইনে ২০১৫ সালের পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদে্র নাগরকিত্ব পাওয়ার কথা বলা হয়েছে।
কেন্দ্র অবশ্য জানিয়ে দিয়েছে এই আইন সব রাজ্যের জন্যই বাধ্যতামূলক।