সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে
হাইলাইটস
- জিমন্যাস্টিক ট্রেনিং করার সময় হঠাৎই পড়ে যান মেয়েটি
- এই ভিডিওটি ওই মেয়েটির মা-বাবা রেকর্ড করেন
- সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ পছন্দ করছেন সবাই
নয়াদিল্লি: জিমনাস্টিক (Gymnastic) ভীষণই শক্ত একটি খেলা যা প্রদর্শন করার সময় ব্যালেন্স বা ভারসাম্য, গতি এবং সাহসের সঙ্গে সঙ্গে চোখ আর হাতের দিকেও নজর রাখতে হয়। যদিও এই অনুশীলন করার সময় অনেক বড় বড় খেলোয়াড় ভুল করে বসেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন প্রশিক্ষক তাঁর ট্রেনি খেলোয়াড়কে বাঁচাচ্ছেন।
যাত্রী-সাধারণের জন্য ''রেস্টুরান্ট ইন হুইলস''! ভারতীয় রেলের প্রথম রেস্তোরাঁ আসানসোলে
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ,একজন মেয়ে জিমন্যাস্টিক করছেন আর তখনই তার ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাকে পড়তে পড়তে বাঁচচ্ছে তার প্রশিক্ষক। শুধু তাই নয় গভীর আঘাত লাগা থেকেও বাঁচাচ্ছেন তাকে। ঘটনাটি আমেরিকার নাসভিলের।
pic.twitter.com/q1eMB1xCjv
মেইল অনলাইন অনুযায়ী, এই ভিডিওটি ওই মেয়েটির মা-বাবা রেকর্ড করেছেন। ভিডিওটি শেয়ার করে মেয়েটির বাবা-মা লিখেছেন, "আমার মেয়ে প্রথমবার ভল্ট করছিল আর তখনই ওর ভারসাম্য নষ্ট হয়ে যায়। ও পড়ে যাচ্ছিল। সেসময় ওর কোচ ওকে দেখেন, আর ধরে ফেলেন ওকে। বড় আঘাতের হাত থেকে রক্ষা পেল ও।"
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ পছন্দ করছেন সবাই। প্রতিক্রিয়ায়, কোচের প্রশংসাও করছেন তাঁরা।
Click for more
trending news