কয়লার উৎপাদন আগের থেকে 15.2 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে
কলকাতা: কয়লা আমদানির সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। এমনই মত কয়লামন্ত্রী পীযুষ গোয়েলের। তিনি জানান কয়লার উৎপাদন বাড়ানো হচ্ছে কিন্ত তার আগে যাতে জোগানে ঘাটতি না দেখা দেয় তা নিশ্চিত করতেই রাজ্য গুলিকে কয়লা আমদানি করতে বলা হয়েছে। এটা কোনও স্থায়ী ব্যবস্থা নয়। চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উপরেই জোর দেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।
মাত্র কয়েকদিন কয়লার জোগান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিভিন্ন মহল । বিদ্যুৎ উৎপাদনে কয়লা ঘাটতি হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল। কিন্ত আজ মন্ত্রী জানিয়ে দিলেন কয়লা আমদানি প্রসঙ্গে নেওয়া সিদ্ধান্ত নেহাতই সাময়িক সময়ের জন্য।
এদিকে এদিন মন্ত্রী জানান, কয়লার উৎপাদন আগের থেকে 15.2 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এবং আরও বাড়ছে আর তাই খুব বেশিদিন আমদানি করতে হবে না।
তথ্য পেশ করে মন্ত্রীর দাবি, চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে কয়লার উৎপাদন হয়েছে 136.87
মিলিয়ন টন। আর তার জন্য কয়লার আমদানিও কমেছে বলে দাবি মন্ত্রীর।
এদিকে কোল ইন্ডিয়ার আরেকটি নীতিগত সিদ্ধান্তের কথাও জানান মোদী সরকারের কয়লামন্ত্রী। তিনি বলেন এখন থেকে কোন ইণ্ডিয়া চেষ্টা করছে চাহিদা এবং জোগানের কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থাকে কয়লা দিতে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)