Read in English
This Article is From Sep 10, 2018

লেডিজ হোস্টেলে ঘরের মধ্যে উদ্ধার বিশাল ফণার কোবরা

উড়িষ্যার একটি হোস্টেলের ঘরে আবাসিক একটি মেয়ের পাশ থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে রবিবার

Advertisement
নিউস (with inputs from ANI)

উড়িষ্যার ময়ূরভঞ্জের একটি হোস্টেলের ঘরে পাঁচ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করা হয়েছে রবিবার

ময়ূরভঞ্জ, উড়িষ্যা:

ধরুন নিশ্চিন্তে সুখনিদ্রায় রয়েছেন আপনি। নাক ডাকতেও পারেন বা নাও ডাকতে পারেন। হঠাৎ দেখা গেল আপনার পাশে আপনারই সঙ্গে সুখনিদ্রা যাচ্ছে ইয়াব্বড় সাপ!

নাহ! দুঃস্বপ্ন নয়। উড়িষ্যার একটি হোস্টেলের ঘরে এমনটাই ঘটেছে। পাঁচ ফুট দীর্ঘ, বিশাল ফণাওয়ালা একটি কোবরাকে ওই ঘরের আবাসিক একটি মেয়ের পাশ থেকে উদ্ধার করা হয়েছে রবিবার। ধরা হয়। মেয়েটির এক বন্ধু লক্ষ্য করে যে মেয়েটির পাশে সাপ শুয়ে রয়েছে। তক্ষুণি সে মেয়েটিকে জাগায় ও বিষয়টি নিয়ে সতর্ক করে, জানিয়েছে সংস্থা এএনআই।

মহিলা হোস্টেলের কর্মীরা ওই এলাকার একজন বিখ্যাত সাপধরাকে খবর দেয়। তিনি খবর পেয়েই ছুটে আসেন হোস্টেলে এবং মাছ ধরার জাল দিয়ে ওই কোবরাটিকে ধরতে সাহায্য করেন। এই মহিলা হোস্টেলটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বারিপদ শহরে অবস্থিত।

প্রাপ্তবয়স্ক কোবরা সাধারণত মানুষকে আক্রমণ করে না। সাধারণত আত্মরক্ষা করতে হলেই একমাত্র তাঁরা মানুষকে আক্রমণ করতে পারে। সাপটিকে যিনি ধরেছিলেন সেই কৃষ্ণচন্দ্র গোছাইত পরে সাপটিকে সিমলিপাল বায়োস্ফিয়ারে ছেড়ে দেন। তিনি জানান, সাপ ও অন্যান্য সরীসৃপদের জন্য এটি একটি নিরাপদ আবাসস্থল। পাঁচ ফুটের ওই সাপটি বন্যপ্রাণী সুরক্ষা আইন, 197২ এর অধীনে সংরক্ষিত প্রজাতির একটি শ্রেণির সাপ।

Advertisement

 

 

Advertisement
Advertisement