মন্ত্রী জানান, কলেজের ভর্তি প্রক্রিয়া এখন অনলাইনে হয় । তাছাড়া ওই একই ভাবে জমা দেওয়া যাবে অ্যাডমিশন ফি।
কলকাতা: ছাত্রভর্তি প্রক্রিয়ায় ইউনিয়নের হস্তক্ষেপ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে ফের একবার জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সোমবার মন্ত্রী বলেন, ‘ ভর্তি প্রক্রিয়ায় ছাত্র সংসদকে যাতে কোনও রকম ভাবে হস্তক্ষেপ করতে না দেওয়া হয় তার জন্য কলেজগুলিকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে।’ পাশাপাশি মন্ত্রী জানান, কলেজের ভর্তি প্রক্রিয়া এখন অনলাইনে হয় তাছাড়া ওই একই ভাবে জমা দেওয়া যাবে অ্যাডমিশন ফি।
সাম্প্রতিক কালে কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন কলজে ছাত্র ভর্তির ক্ষেত্রে কলেজের সংসদ টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এরকম কয়েকটি ঘটনা যে ঘটেছে তা আজ স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রী। সঙ্গে এটাও জানিয়েছেন যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানেই ব্যবস্থা নিয়েছে সরকার। গ্রেফতার হয়েছেন অভিযুক্তরা। তবে মন্ত্রী মনে করেন, সংবাদ মাধ্যমের একটা অংশ অকারণে হৈচৈ করেছে।
অন্যদিকে, শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘ দিন ধরেই টালবাহানা চলছে। এই বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মন্ত্রী সভাকে বলেন, ‘কিছু লোক নিয়োগ প্রক্রিয়াকে স্তব্ধ করে আদালতে মামলা করেছেন । এরকম চলতে থাকলে সরকারও সে পথেই হাঁটবে।তাছাড়া অন্য কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেটাও ভেবে দেখা হচ্ছে। ’
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)