Read in English
This Article is From Apr 29, 2020

অগস্টে খুলবে দেশের সমস্ত কলেজ, জানাল ইউজিসি

দেশের সমস্ত কলেজ খুলবে অগস্ট মাসে। নতুন ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। বুধবার একথা জানাল ইউজিসি।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

আগস্ট মাসে খুলবে দেশের কলেজগুলি।

নয়াদিল্লি:

দেশের সমস্ত কলেজ খুলবে অগস্ট মাসে। নতুন ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। বুধবার একথা জানাল ইউজিসি। গত মাস থেকেই করোনা সঙ্কটের জেরে বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল ও কলেজ। কোভিড-১৯ ও তার জেরে দেশব্যাপী লকডাউনের পরিস্থিতিতে পরীক্ষা ও শিক্ষাবর্ষ সংক্রান্ত গাইডলাইন নিয়ে কথা বলার সময় এদিন কমিশন জানিয়ে দেয় ফাইনাল সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা হবে জুলাই মাসে। ইউজিসির তরফে জানানো হয়, ‘‘ইন্টারমিডিয়েট পড়ুয়াদের বর্তমান ও বিগত সেমেস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। কোভিড-১৯ যে সব রাজ্যে স্বাভাবিক হবে সেখানে জুলাই মাসে পরীক্ষা নেওয়া হবে। চূড়াস্ত সেমেস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জুলাইতে।''

ইউজিসির তরফে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলি সপ্তাহের ছ'দিনের হিসেবে লকডাউন পর্বে কর্মী ও পড়ুয়াদের ভ্রমণ ও থাকার ইতিহাস খতিয়ে দেখবে। ছ'মাসের সময়সীমা বাড়ানো হয়েছে এমফিল, পিইচডি পড়ুয়াদের।

কমিশন জানিয়েছে, এই গাইডলাইন একটি পরামর্শ। এরপর বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পরিকল্পনা করবে কোভিড-১৯ মহামারীর এই পরিস্থিতিতে।  

Advertisement
Advertisement