আমেঠিতে হারের পর এই প্রথম নিজের প্রাক্তন লোকসভা কেন্দ্রে গেলেন রাহুল গান্ধি
আমেঠি: এ যেন এক ফিরে দেখার চেষ্টা, ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা। বুধবার নিজের প্রাক্তন লোকসভা কেন্দ্র আমেঠিতে গেলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে এই কেন্দ্র থেকেই হেরে গিয়েছেন তিনি। আমেঠির মানুষ শূন্যহাতে ফিরিয়ে দিয়েছেন তাঁকে। কংগ্রেসের গড় বলে পরিচিত আমেঠিতে (Rahul Gandhi in Amethi) হারের কারণ খোঁজারই যেন চেষ্টা করছেন সনিয়া পুত্র। লোকসভা নির্বাচনে আমেঠিতে হেরে যাওয়ার পর এই প্রথম সেখানে পা রাখলেন রাহুল গান্ধি। প্রথমে গৌরীগঞ্জে গিয়ে কংগ্রেসের তিলোই কেন্দ্রের ভারপ্রাপ্ত মাতা প্রসাদ বৈশের সঙ্গে দেখা করেন তিনি, যাঁর আত্মীয় গত ২৫ জুন মারা যান। সেখানে গিয়ে ওই পরিবারের প্রতি সমবেদনা জানান রাহুল। পরে তিনি ওই এলাকার কংগ্রেস নেতাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকও করেন। ৫টি কেন্দ্র সালোন, আমেঠি,গৌরীগঞ্জ,জগদীশপুর এবং তিলোইয়ের কংগ্রেস বুথ সভাপতিদের সঙ্গেও বৈঠক করেন রাহুল গান্ধি। তাঁর আমেঠি সফর কালে রাহুল গান্ধি (Rahul Gandhi Amethi visit) আমেঠির মানুষের প্রতি একটি আবেদন রাখেন যে তাঁকে যেন কখনোই দূরের মানুষ না ভাবা হয়। তিনি কখনোই তার পূর্ববর্তী নির্বাচনী কেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ককে বিচ্ছিন্ন করবেন না
বিমান সারাতে গিয়ে কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় মৃত স্পাইসজেটের কর্মী
রাহুল বলেন, "আমেঠির সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত,রাজনৈতিক নয়," তিনি এক সভায় বলেন, "হার-জিত রাজনৈতিক জীবনেরই অংশ, তবে আমি কখনোই আমেঠিকে ছেড়ে যাব না।"
রাহুল গান্ধির ওই সভায় মাত্র ১২০০ মানুষকে আমন্ত্রণ জানানো হলেও বিনা আমন্ত্রণেই ১৫,০০০ এরও বেশি লোক যোগ দেন । রাহুল দলীয় কর্মীদের উৎসাহিত করে বলেন, কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার জন্য দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, এই যুদ্ধে সর্বদা তাঁদের পাশে দাঁড়াবেন বলেও কংগ্রেস কর্মীদের আশ্বাস দেন তিনি ।
বৈঠকের পর, রাহুল গান্ধি আমেঠির বাসিন্দাদের সঙ্গে দেখা করেন এবং স্থানীয়দের সঙ্গে বেশ কয়েকটি ফটোও তোলেন।পরে তিনি টুইট করেন যে "আমি আমেঠিতে এসে খুব খুশি। আমেঠিতে এলে যেন মনে হয় নিজের বাড়িতে এসেছি"।
হাই-টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু ৩ টি হাতির
গত লোকসভা নির্বাচনে , বিজেপির স্মৃতি ইরানি আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধিকে পরাজিত করে বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেন, কেননা গত কয়েক দশক ধরে কংগ্রেস এবং গান্ধি পরিবারকেই ভোট দিয়েছেন আমেঠির জনগণ। ৫২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে সেখান থেকে জয়লাভ করেন স্মৃতি ইরানি।
১৯৯৯ সাল থেকে রাহুল গান্ধি আমেঠি লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৯-এ এখান থেকে হেরে গেলেও কেরালার ওয়ানাদ আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।