আন্তর্জাতিক বিচার দিবসে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার বলেছেন, রাজ্য সরকার সকলে যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করার জন্য সুদৃঢ় আইন প্রণয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ । আন্তর্জাতিক বিচার দিবসে (International Justice Day) মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে গত আট বছরে রাজ্যে মোট ১৯ টি মানবাধিকার আদালত প্রতিষ্ঠিত হয়েছে।"#InternationalJusticeDay # বাংলার সরকার জনগণের জন্য সুদৃঢ় আইন প্রণয়ন করতে এবং সকলের জন্য সঠিক ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। গত 8 বছরে # বাংলাতে ১৯ টি মানবাধিকার আদালত প্রতিষ্ঠা করা হয়েছে", ট্যুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংসদে বারবার বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্নে আপত্তি জানাল তৃণমূল
ইন্টারন্যাশনাল জাস্টিস ডে বা আন্তর্জাতিক বিচার দিবসটিকে, আন্তর্জাতিক বিচারের জন্য আন্তর্জাতিক বিশ্ব দিবস (World Day for International Justice) বা আন্তর্জাতিক অপরাধ বিচারের দিন (Day of International Criminal Justice) হিসাবে গোটা পৃথিবীতে পালন করা হয়।
মেয়রকে নোটিশ পাঠানোর পদ্ধতি নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট
বিশ্বব্যাপী আন্তর্জাতিক ন্যায়বিচারের শক্তিশালীকরণ ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় উদযাপন করা হয় এই দিনটি।