This Article is From Jul 03, 2018

জয়ের হাসি হাসলেন পাচার চক্রের শিকার হওয়া নারী, পাবেন সরকারি ক্ষতিপূরণও

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে তাঁর দাবি স্বীকৃতি পাচ্ছে। তবে লড়াইটা কোনওদিক থেকেই সহজ ছিল না।

জয়ের হাসি হাসলেন পাচার চক্রের শিকার হওয়া নারী, পাবেন সরকারি ক্ষতিপূরণও

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে তাঁর দাবি স্বীকৃতি পাচ্ছে

কলকাতা:

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল ওয়েস্ট বেঙ্গল স্টেট্  লিগ্যাল সার্ভিস অথরিটি। মানব পাচারের স্বীকার এক মহিলাকে  ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি রাজ্য সকারের এই সংস্থা।  কিন্ত সম্প্রতি হাইকোর্টে সেই রায় খারিজ হয়ে গিয়েছে। বিচারপতি রাজশেখর মান্থ এই রায় দিয়েছেন।  তাঁর পর্যবেক্ষণ এ ধরণের ঘটনা যাদের সঙ্গে হয় তাদের পাশে দাঁড়ানো সকলেরই দায়িত্ব। মানব পাচারের মতো  বিষয় থেকে মুক্ত হতে  ক্ষতিপূরণ একান্ত আবশ্যক। বিচারপতির কথায় সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী আবেদনকারী মহিলাকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি আরও বলেন ,ক্ষতিপূরণের ব্যবস্থা না করলে  এ ধরনের ঘটনা আরও বেশি করে ঘটবে। পাচাররে শিকার হওয়া যে কোনও মানুষ বিশেষ করে মহিলাদের জীবনের নিরাপত্তা দেওয়া একান্ত প্রয়োজন। রায় দেওয়ার সময় এই আদালতেরই অন্য্ একটি দৃষ্টান্ত তুলে ধরেন বিচারপতি।   

 

এই রায়ে স্বাভাবতই খুশি ওই মহিলা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে তাঁর দাবি স্বীকৃতি পাচ্ছে। তবে লড়াইটা কোনওদিক থেকেই সহজ ছিল না। হাইকোর্টে আসার আগে প্রথমে জেলা ও পরে রাজ্য লিগ্যাল সার্ভিস তাঁর দাবি খারিজ করে.। দুটি জায়গা থেকেই জানিয়ে দেওয়া হয় তিনি কোনও রকম ক্ষতিপূরণ পাবেন না। তবে হাইকোর্টের রায়ের পর সেই সমস্ত বিষয় খারিজ হয়ে গেল।

 

শুধু ক্ষতিপূরণ দেওয়াই নয় এই মামলার তদন্তকারী সংস্থা সিআইডিকেও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।  অবিলম্বে দোষীদের  গ্রেফতারের নির্দেশও দিয়েছে আদালত। আবেদনকারী কয়েকদিন আগে পাচার চক্রের খপ্পড়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় ভিন রাজ্যে।   কয়েকটি  সূত্র ধরে তদন্ত শুরু করে মহারাষ্ট্রর পুণে থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। এরপরই ক্ষতিপূরণের দাবিতে মামলা করেন মহিলা। তাঁর  হয় সওয়াল করেন আইনজীবী কৌশিক  গুপ্ত। দুবার পরাজয়ের পর অবশেষে জয়ের হাসি হাসলেন নির্যাতিতা। 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.