স্যাক্রেড গেমসের প্রথম সেশন রিলিজ করে 6 জুলাই।
হাইলাইটস
- Bengal Congress member named Nawazuddin Siddiqui, Netflix in complaint
- "Sacred Games" is Netflix's first Indian original series
- The show is directed by Anurag Kashyap and Vikramaditya Motwane
নিউ দিল্লি: নেটফ্লিক্সের প্রথম ভারতীয় অরিজিনাল সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এর প্রিমিয়ারের পাঁচদিন হয়ে গেল। এর মধ্যেই ওই সিরিজের অভিনেতা ও প্রযোজকদের বিরুদ্ধে মামলা করা হল আদালতে। অভিযোগ কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে ওই সিরিজের কাহিনীতে। বাংলার এক কংগ্রেস নেতার করা ওই অভিযোগে নেটফ্লিক্সের নামও রয়েছে।
কলকাতা পুলিশকে লেখা একটি চিঠিতে নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত গণেশ গাইতোন্ডে চরিত্রের একটি মন্তব্য নিয়ে অভিযোগ জানিয়ে কংগ্রেসের সদস্য রাজীব সিনহা বলেন, “ওই সিরিজে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ‘ফাট্টু’ বলে ডাকা হয়েছে”। তিনি আরও অভিযোগ করে বলেন, এই শো’টির পরিচালকরা রাজীব গান্ধীর আমলের সময়ের সম্বন্ধে ভুল তথ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরেছেন।
ইতিমধ্যেই এই সিরিজটি যৌনদৃশ্যের জন্য চারিদিকে যথেষ্ট কৌতূহলের সৃষ্টি করেছে। বিক্রম চন্দ্রের বৃহৎ উপন্যাসের চলচ্চিত্রায়ণ করেছেন বলিউডের দুই প্রথিতয়শা পরিচালক অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মোতওয়ানে।
একদম শুরু সেশনে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে এগোনো হয়েছে। গল্পের বিষয়বস্তু কখনও এগিয়েছে, কখনও বা পিছিয়েছে, কিন্তু মুম্বাইকে ছেড়ে যায়নি। এই সিরিজের আটটি পর্বে ক্ষমতাসীন সরকারের শাসন এবং মুম্বাইয়ের অন্ধকার জগতকে তুলে ধরা হয়েছে পাশাপাশি।