This Article is From Nov 19, 2019

Rajasthan Municipal Elections: বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল কংগ্রেস

কংগ্রেস রাজস্থানে গত বছর হওয়া বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করে বিজেপিকে হারিয়ে। অশোক গেহলত মুখ্যমন্ত্রী হন।

Rajasthan Municipal Elections: বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল কংগ্রেস

Rajasthan Municipal Elections: নির্বাচনের প্রথম ভাগের শেষে এগিয়ে রইল কংগ্রেস।

নয়াদিল্লি:

রাজস্থানে পুরসভা নির্বাচনের (Rajasthan Municipal Elections) প্রথম ভাগের শেষে এগিয়ে রইল কংগ্রেস (Congress)। এই লিড যদিও সামান্যই। ৯০২টি ওয়ার্ডে কংগ্রেস এগিয়ে রয়েছে। বিজেপি (BJP) এগিয়ে ৭০৫টি ওয়ার্ডে। কংগ্রেস ২৩টি পৌর সংস্থা গড়তে চ‌লেছে। বিজেপি গড়তে চলেছে ৬টি পৌর সংস্থা। নিরপেক্ষ প্রার্থীরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাঁরা জয়ী হয়েছেন ৩৬৮টি আসনে। রাজ্যের ১৯৬টি পৌর সংস্থার মধ্যে ৪৯টিতে নির্বাচন হয়েছে। এর মধ্যে তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। মিউনিসিপ্যাল কাউন্সিল রয়েছে ১৯টি। পুরসভা রয়েছে ২৭টি। কংগ্রেস যে মুখ্য অঞ্চলে এগিয়ে রয়েছে, সেগুলি হল বারান, বার্মের, চিতোরগড়, চুরু, ঝুনঝুনু, সিকার ও সিরোহী। বিজেপি এগিয়ে আজমের, আলওয়ার, জলোর ও উদয়পুরে।

কংগ্রেস রাজস্থানে গত বছর হওয়া বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করে বিজেপিকে হারিয়ে। অশোক গেহলত মুখ্যমন্ত্রী হন।

মুখ্যমন্ত্রী এক হিন্দি টুইটে জানান, ‘‘আজ প্রকাশিত পুর নির্বাচনের ফলাফল সন্তোষজনক। জেলা পরিষদের উপ নির্বাচন, পঞ্চায়েতি রাজ উপ নির্বাচন এবং মান্ডওয়া ও খিভানসার বিধানসভা উপ নির্বাচনের পর আবারও রাজস্থানের মানুষ আমাদের সরকারের কল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের প্রতি সমর্থন জানিয়েছেন।'' তিনি সমস্ত ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।

.