This Article is From Sep 17, 2018

গোয়ায় সরকার গঠনের দাবি কংগ্রেসের

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এখন দিল্লির এআইএমএস (AIIMS) হাসপাতালে ভর্তি। এরই মধ্যে গোয়ায় সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস।

গোয়ায় সরকার গঠনের দাবি কংগ্রেসের

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এখন দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি।

পানাজি:

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এখন দিল্লির এআইএমএস (AIIMS) হাসপাতালে ভর্তি। এরই মধ্যে গোয়ায় সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। শুধু তাই নয় বিজেপি এবং অন্য শাসক দলগুলির বিরুদ্ধে ঠিক ভাবে সরকার পরিচালনা  না করার অভিযোগও তুলেছেন তারা। সরকার গঠন করতে চেয়ে রাজ্যপাল মৃদুলা সিনহাকে চিঠিও দিয়েছে কংগ্রেস। কিন্ত তাঁর সঙ্গে এখনও কংগ্রেসের প্রতিনিধিদের দেখা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এরএনআই। গোয়ায়  কংগ্রেসের বিধায়ক সংখ্যা 16 । আর বিজেপির 14।

অসুস্থ মুখ্যমন্ত্রীর জায়গায় নেতা বেছে নেওয়ার কাজ শুরু করেছে বিজেপি। তাতে কিছুটা সমস্যা তৈরি হওয়াতেই নিজেদের দানি পেশ করেছে কংগ্রেস। যদিও বিজেপির দাবি সরকারের মধ্যে কোনও রকম অস্থিরতা নেই। গত শনিবার হাসপাতালে ভর্তি হন গোয়ার মুখ্যমন্ত্রী। এর আগে  বছরের শুরুতে চিকিৎসার জন্য তিন মাস আমেরিকায় ছিলেন পারিকর। এখন গোয়া  ফরওয়ার্ড ব্লক, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি  ও তিন  নির্দলের সমর্থনে সরকার চালাচ্ছেন পারিকর।     

 

 

                                           

.