This Article is From Aug 10, 2019

তৃণমূল-বিজেপিকে রুখতে রাজ্যের উপনির্বাচনে আসন সমঝোতা কংগ্রেস ও সিপিআই(এম)-এর

উপনির্বাচনে কংগ্রেস দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সিপিআই (এম) একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তৃণমূল-বিজেপিকে রুখতে রাজ্যের উপনির্বাচনে আসন সমঝোতা কংগ্রেস ও সিপিআই(এম)-এর

তৃণমূল ও বিজেপিকে রুখতে রাজ্যের উপনির্বাচনে আসন সমঝোতার পথে কংগ্রেস-সিপিআই(এম)

কলকাতা:

বাংলায় (West Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপিকে (BJP) রুখতে, রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে (Bypoll) আসন সমঝোতার পথে হাঁটতে চলেছে কংগ্রেস (Congress) এবং সিপিআই (এম) (CPI M)। শুক্রবার সন্ধেয় এক বৈঠকে দুই দলের রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ আসন এবং পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওদিকে সিপিআই (এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট নদিয়া জেলার করিমপুর বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। "আজ এটা চূড়ান্ত হয়েছে যে কংগ্রেস (Congress) দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সিপিআই (এম) (CPI M) একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেস-সিপিআই (এম) জোট বাংলার রাজনীতিতে নতুন ভোর এনে দেবে। আমরা একসঙ্গে বিজেপি (BJP) এবং তৃণমূল কংগ্রেসের (TMC) সাম্প্রদায়িক রাজনীতিকে পরাজিত করব" বলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র ।

সিপিআই (এম) (CPI M) নেতৃত্ব অবশ্য এটিকে ‘আসন সমঝোতা' বলে অভিহিত করেছেন। এভাবেই রাজ্যে বিজেপির পদযাত্রা থামানোর ব্যাপারে আশাবাদী তাঁরা।

বাংলার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে কংগ্রেসের হাত ধরছে বামফ্রন্ট

সিপিআই (এম) এবং কংগ্রেস ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য জোটবদ্ধ হয়েছিল কিন্তু ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয় তাঁরা। ২০১৯ সালে, সিপিআই (এম) (CPI M) এবং কংগ্রেস উভয় দলই আসন ভাগাভাগির সূত্র নিয়ে একমত না হতে পারায় জোটবদ্ধ হয়ে লড়াই করতে পারেনি। কংগ্রেস এবং সিপিআই (এম) লোকসভা ভোটে দুই দলেরই হতাশাজনক পারফরম্যান্সের পটভূমিতে ফের একত্রিত হয়েছে। গত লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেস মাত্র ২ আসন জিতেছে এবং ৩৮ টি আসনে হেরে গেছে, সেখানে সিপিআই (এম) -র নেতৃত্বাধীন বামফ্রন্ট তাঁদের অ্যাকাউন্ট খুলতেই ব্যর্থ হয়েছে এবং ৩৯ টি আসনেই হেরে গেছে। ওই নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮ টিতে বিজেপি (BJP) জেতে, এবং শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) জেতে ২২ টি আসনে ।

বাংলায় বিজেপি-আরএসএসের উত্থানের জন্য দায়ী মমতা: সোমেন মিত্র

কালিয়াগঞ্জের আসনটি কংগ্রেস (Congress) বিধায়ক বিধায়ক প্রমথনাথ রায়ের প্রয়াণে শূন্য হয়ে পড়ে। মেদিনীপুর লোকসভা আসন থেকে বিজেপি (BJP) বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হওয়ায় শূন্য হয়ে পড়ে তাঁর খড়গপুর আসনটি।

ওদিকে করিমপুরের তৃণমূল (TMC) বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগর আসন থেকে লোকসভা ভোটে জেতায় খালি হয়ে যায় ওই আসনটিও।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.