This Article is From Sep 21, 2018

দ্বয়ারকা পর্যন্ত মেট্রো সফর মোদীর, খোঁচা কংগ্রেসের

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেট্রো সফরকে কটাক্ষ করল কংগ্রেস।

দ্বয়ারকা পর্যন্ত মেট্রো সফর মোদীর, খোঁচা কংগ্রেসের

পেট্রলের দাম বাড়াতেই গাড়ি ছেড়ে মেট্রো ধরেছেন প্রধানমন্ত্রী খোঁচা কংগ্রেসের।

হাইলাইটস

  • পেট্রল ডিজেলের দাম বাড়ায় দায় বিশ্ব বাজারের ঘাড়ে চাপিয়েছে কেন্দ্র
  • এরই মধ্যে দ্বারকা পর্যন্ত মেট্রো সফর করলেন মোদী
  • পেট্রলের দাম বেড়েছে বলেই গাড়ি ছেড়ে মেট্রোয় মোদী, খোঁচা কংগ্রেসের
New Delhi:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেট্রো সফরকে কটাক্ষ করল কংগ্রেস।  সেন্ট্রাল দিল্লি থেকে দ্বয়ারকা যেতে বৃহস্পতিবার মেট্রো চড়েন মোদী। এমন উদ্যোগকে অনেকেই যানজট এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে দেখছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই 14 মিনিটের মেট্রো সফরকে নিশানা করেছে কংগ্রেস। তাদের মনে হয়েছে পেট্রলের দাম বাড়াতেই গাড়ি ছেড়ে মেট্রো ধরেছেন প্রধানমন্ত্রী।


 ট্রাফিক জ্যাম এড়াতে প্রধানমন্ত্রীর 18 মিনিটের মেট্রো সফর

 

এমনিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছে কংগ্রেস। সভাপতি রাহুল গান্ধির নেতৃত্বে বনধও হয়েছে দেশ জুড়ে। তবে দাম বাড়ায় দায় প্রথম থেকে বাজারের ওপরেই চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশ্ববাজারে তেলের দাম বাড়া এবং ডলারের তুলনায়  টাকার দাম পড়াই যে এই পরিস্থিতির কারণ তা বুঝিয়ে দিয়েছে কেন্দ্র। এদিকে এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ সরকার নিজেদের অংশের কর ছেড়ে দিয়েছে। তাতে ওই সমস্ত রাজ্যে পেট্রল ডিজেলের দাম কমেছে কিছুটা করে। তেলের দামের সঙ্গে মিশে থাকা করের একটা অংশ রাজ্যের। বাকিটা কেন্দ্রীয় সরকারের।             

সেন্ট্রাল দিল্লি থেকে দ্বারকা যেতে বেশিরভাগ মানুষই অউটার রিং রোড ব্যবহার করেন। এই রাস্তাটাই আবার চলে যায় এয়ারপোর্টের দিকে। তবে এখন এই রাস্তার উপর  কয়েকটি নির্মাণের কাজ হচ্ছে। তাই রাস্তার একটা অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় এখান দিয়ে ভিভিআইপি চলাচল হলে যানবাহনের গতি কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়।                                    

 

.